Header Ads

ভাইফোঁটায় মিষ্টির দোকানে মিষ্টির চাহিদা তুঙ্গে।

নজরবন্দি ব্যুরোঃ 'ভাই এর কপালে দিলাম ফোটা, যমের ঘরে পড়লো কাঁটা'। বোনদের আজ এটাই একমাত্র প্রার্থনা। মঙ্গল্বার ভাইফোঁটা। ভাইদের কপালে ফোটা দেওয়ার জন্য দিদিরা সারা বছরই হাপিত্যেশ করে থাকে। আর এই বিশেষ দিনে দিদিরা ভাইদের কপালে ফোটা দিয়ে মিষ্টি মূখ করে থাকে। মিষ্টি মুখ করার জন্য এই বিশেষ দিনটিতে শহর এবং শহরতলীর মিষ্টির দোকানে চাহিদা তুঙ্গে। দিদিরা ভাইদের পাতে মাছ, মাংস তুলে দেবে আজকের দিনে। সঙ্গে থাকবে নানা ধরনের মিষ্টি। মিষ্টির বাজারে এসেছে হরেক রকমের মিষ্টি। সরভাজা, সড়পুড়িয়া, ক্ষীরকদম বাঙালির ভাইফোঁটায় দিদিরা ভাইদের পাতে তুলে ধরবে সুস্বাদু মিষ্টির সম্ভার। আর এই মিষ্টি কেনার জন্য শহর আর শহরতলীর মিষ্টির দোকানে এখন লম্বা লাইন। শহরের টালা থেকে টালিগঞ্জ, কাঞ্চনজঙ্ঘা থেকে কুলতলি সর্বত্রই ভাইফোঁটায় একই চিত্র। বোনেরা আজ শত ব্যস্ত ভ্যাইদের কপালে ফোটা দেওয়ার জন্য। এর জন্য সাত তাড়াতাড়ি বোনেরা আজ পাড়ি দিয়েছে মিষ্টির দোকানে। লম্বা লাইন দিয়ে বোনেরা আজ পচ্ছন্দের মিষ্টি কিনে ভাইদের মুখে তুলে দিতে বদ্ধপরিকর। ভাইফোঁটার কারণে এদিন দুধের চাহিদা চরমে। কেননা মিষ্টির প্রধান উপকরণ দুধ। ফলে দুধের দাম আজ উর্দ্ধমুখী। কিন্তু তাতে কি! আজ কুছ পরোয়া নেহি! বোনেরা আজ শত ব্যবস্থা করেও ভাইদের মুখে মিষ্টি তুলে দেবে। তাই সকাল থেকে মহল্লা জুড়ে মিষ্টির দোকানে লম্বা লাইন বোনেদের ভাইদের ভাইফোঁটায় পাতে মিষ্টি তুলে দেওয়ার জন্য।    
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.