নয়া বোর্ড প্রেসিডেন্ট তাঁর দাদি কে নিয়ে আশাবাদী সচিন। কি বললেন মাস্টার ব্লাস্টার?
এই প্রসঙ্গ নিয়ে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর জানিয়েছেন, 'ক্রিকেট জীবনে যেভাবে খেলে এসেছে সৌরভ, যেভাবে দেশের সেবা করেছে, আমি নিশ্চিত বোর্ড প্রেসিডেন্ট হিসেবেও নিজের কাজ করবে সৌরভ।' সচিন জানিয়েছেন, ' সৌরভ নিজে যখন খেলতে আবেগ দিয়ে খেলত, নিজেকে উজাড় করে দিত, আমি যতটুকু সৌরভকে চিনি, বোর্ড প্রেসিডেন্ট হিসেবে আবেগ নিয়েই কাজ করবে।' সচিনের মুখে সৌরভের প্রশংসা নতুন নয়। বিভিন্ন সময়ে লিটল মাস্টার আদরের বড়বাবুকে নিয়ে মুখ খুলেছে। বিসিসিআই বোর্ড প্রেসিডেন্ট হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্যারিশ্মা দেখার জন্য মুখিয়ে রয়েছে সচিনের তামাম ক্রিকেট প্রেমিরা।
কোন মন্তব্য নেই