Header Ads

নয়া বোর্ড প্রেসিডেন্ট তাঁর দাদি কে নিয়ে আশাবাদী সচিন। কি বললেন মাস্টার ব্লাস্টার?

নজরবন্দি ব্যুরো: ২৪ অক্টোবর বিসিসিআই বোর্ড প্রেসিডেন্ট হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করতে চলেছে। ঠিক তার আগে কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর জানিয়েছেন, 'এবারও আবেগপূর্ণ আরও একটা ইনিংস দেখা যাবে সৌরভের কাছ থেকে।' ২৩ অক্টোবর বোর্ডের বার্ষিক সাধারণ সভা। সেদিনই সৌরভ গঙ্গোপাধ্যায়কে আনুষ্ঠানিকভাবে বিসিসিআই বোর্ড প্রেসিডেন্ট ঘোষণা করা হতে পারে।

এই প্রসঙ্গ নিয়ে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর জানিয়েছেন, 'ক্রিকেট জীবনে যেভাবে খেলে এসেছে সৌরভ, যেভাবে দেশের সেবা করেছে, আমি নিশ্চিত বোর্ড প্রেসিডেন্ট হিসেবেও নিজের কাজ করবে সৌরভ।' সচিন জানিয়েছেন, ' সৌরভ নিজে যখন খেলতে আবেগ দিয়ে খেলত, নিজেকে উজাড় করে দিত, আমি যতটুকু সৌরভকে চিনি, বোর্ড প্রেসিডেন্ট হিসেবে আবেগ নিয়েই কাজ করবে।' সচিনের মুখে সৌরভের প্রশংসা নতুন নয়। বিভিন্ন সময়ে লিটল মাস্টার আদরের বড়বাবুকে নিয়ে মুখ খুলেছে। বিসিসিআই বোর্ড প্রেসিডেন্ট হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্যারিশ্মা দেখার জন্য মুখিয়ে রয়েছে সচিনের তামাম ক্রিকেট প্রেমিরা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.