কোহলিদের হেডস্যারের মুখে সৌরভের প্রশংসা।
নজরবন্দি ব্যুরোঃ
বিসিসিআই বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় নিয়ে অবশেষে মুখ খুললেন বিরাট কোহলিদের
হেডস্যার রবি শাস্ত্রী। সৌরভকে অভিনন্দন জানিয়েছে রবি শাস্ত্রী। শাস্ত্রী বলেছে, ‘বোর্ড
প্রেসিডেন্ট হওয়ার জন্য সৌরভকে অভিনন্দন জানাচ্ছি। ভারতীয় ক্রিকেট যে সঠিক পথে
এগোচ্ছে, এটাই তার প্রমাণ।’ শাস্ত্রী বোর্ড প্রেসিডেন্ট সৌরভের প্রশংসা করতে গিয়ে
বলেছেন, ‘সৌরভ বরাবরই সহজাত নেতা। সৌরভ চার পাঁচ বছর আগেই ক্রীড়া প্রশাসনে এসেছে।
এমন ব্যক্তি বোর্ড প্রেসিডেন্ট হলে দেশের ক্রিকেটের উন্নতি হবে। ভারতীয় বোর্ড কঠিন
সময়ের মধ্যে দিয়ে চলেছিল। বোর্ডকে গৌরবের কাজে ফেরাতে অনেক কাজ করতে হবে। এর জন্য
আগাম শুভেচ্ছা জানাচ্ছি সৌরভকে।’ সৌরভ ইতিমধ্যেই আইসিসির কাছ থেকে বোর্ডের বকেয়া
অর্থ দাবী করেছে। এই নিয়ে রবি শাস্ত্রী বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের
পাশে এসে দাঁড়িয়েছেন। শাস্ত্রী এই বিষয়ে জানিয়েছে, ‘ আমরা জানি আন্তর্জাতিক
ক্রিকেটে ভারতের অবদান কতটা। কিছু পেতে গেলে কিছু আনতেও হয়। প্রশ্ন হল, ভারত যতটা
আনছে, তার কি ঠিকঠাক ভাগ পাচ্ছে? আমার তা মনে হয়না। উত্তরটা ঠিক এই জায়গায় লুকিয়ে
আছে। আমি আত্মবিশ্বাসী যে দেশের ক্রিকেট প্রশাসন যোগ্য ব্যক্তির হাতে রয়েছে। যারা
যানে এই সময়ে ঠিক কি করতে হবে।’ সৌরভ গঙ্গোপাধ্যায় বর্ড প্রেসিডেন্ট হতেই পরতে পরতে নাটকীয় মোড় বদল। এখন দেখার বোর্ডে সৌরভময় জাদু কতটা সফ্লতার মুখ দেখে ফেলে।
Loading...
কোন মন্তব্য নেই