ভারত সফরের আগে সাকিবকে ঘিরে উত্তাল বিসিবি।
নজরবন্দি ব্যুরোঃ ভারত সফরের আগে বিপাকে শাকিব আল হাসান। তারকা এই ক্রিকেটারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পদ্মা পাড়ের টেলিকম সংস্থা ‘গ্রামীণফোন’ এর সঙ্গে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছে শাকিব আল হাসান। আর এতেই চটেছে বিসিবি। শাকিবের কাছ থেকে ক্ষতিপূরণ দাবী করেছে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। কয়েকদিন আগেই ১১ দফা দাবী পূরণের জন্য বাংলাদেশের ক্রিকেটারেরা নিজেদের ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে ধর্মঘটের ডাক দিয়েছিল। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে মাঠে নেমেছিলেন বিসিবি প্রেসিডেন্ট পাপন। ধর্মঘট উঠে যাওয়ার পর ফের ভারত সফরের আগে আলোচনার কেন্দ্রে ভেসে উঠেছে বাংলাদেশ ক্রিকেট। টাইগারদের বোর্ডের স্পনসর ছিল টেলিকম সংস্থা ‘রবি’। কিন্তু বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার ‘গ্রামীণফোনের’ সঙ্গে চুক্তি করে বসে। ফলে ক্ষতির মুখে পড়েছিল বিসিবি, চুক্তির এক বছর আগেই সরে গিয়েছিল ‘রবি’। এবার শাকিব আল হাসান টেলিকম সংস্থা ‘গ্রামীণফোনের’ সঙ্গে চুক্তি করেছে। বিসিবি প্রধান পাপন জানিয়েছেন, ‘ওই টেলিকম সংস্থার সঙ্গে শাকিব চুক্তি করতে পারে না। চুক্তি কেন করতে পারে না তা আমদের চুক্তিপত্রে স্পষ্ট ভাষায় উল্লেখ রয়েছে।’ পাপন জানিয়েছেন,’শাকিবের কাছ থেকে এই ঘটনার কারণ জানতে চাওয়া হবে। উত্তর সন্তোষজনক না হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট টেলিকম সংস্থা এবং ক্রিকেটারের কাছ থেকে ক্ষতিপূরণ চাওয়া হবে।’
Loading...
কোন মন্তব্য নেই