"জয় শ্রীরাম" না বলার অজুহাতে গণপিটুনির ভিডিও ভাইরাল।
আক্রান্ত যুবকের চুলের মুঠি ধরে কংক্রিটের রাস্তায় মাথা ঠেতলে দিচ্ছে। আর এক অঞ্জাত পরিচয়ের হামলাকারি আক্রান্ত যুবকের মুখে, বুকে লাঠি মেরে চলেছে। আক্রান্ত যুবকের ওপর প্রথম হামলাকারি যুবক শারিরীক এবং মানসিক অত্যাচার করার পর অত্যন্ত গৌরবের সঙ্গে বীরত্বর চরমতর আস্ফালন ছড়িয়ে "জয় শ্রীরাম" ধ্বনি দিয়ে চলেছে। অঞ্জাত পরিচয়ের হামলাকারি তৃতীয় ব্যক্তি আক্রান্ত যুবকের বুকের ওপর দুবার লাফিয়ে নৃশংস অত্যাচার চালিয়ে যাচ্ছে। ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা গিয়েছে গোটা গণপিটুনির ঘটনার সময়ে পুলিশের অসহায়তা, অতি নিষ্ক্রিয়তা। গণপিটুনিতে আক্রান্ত দুই ব্যক্তির শারিরীক অবস্থা আশঙ্কাজনক ভাইরাল ভিডিওতে স্পষ্ট। কয়েকমাস আগে "জয় শ্রীরাম" না বলার অজুহাতে তবরেজ আনসারি নামে এক যুবককে গণপিটুনির শিকার হয়ে খুন হতে হয়েছিল। তবরেজ গণপিটুনি কান্ডে ১১জন অভিযুক্ত ঝাড়খন্ড পুলিশের হাতে ধরা পড়লেও তবরেজ আনসারির 'মৃত্যুর কারণ' ঘিরে প্রশাসনিক স্তরে তৈরি হয়েছে বিভ্রান্তি। ফের একবার দুই যুবকের ওপর গণপিটুনির ঘটনা সামনে চলে এলো। গণপিটুনিতে আক্রান্ত দুই যুবকের অপরাধীরা কি পুলিশের হাতে ধরা পড়বে, এই প্রশ্নটাই এখন মূখ্য হয়ে উঠেছে।
কোন মন্তব্য নেই