Header Ads

কাস্টমসকে ওয়াওভার লাল হলুদের, লিগ চ্যাম্পিয়ন পিয়ারলেসই।


নজরবন্দি ব্যুরো: কলকাতা লিগের শেষ ম্যাচে ইস্টবেঙ্গল বনাম কাস্টমস ম্যাচে লাল হলুদ ফুটবলারেরা  উপস্থিত না থাকায় কাস্টমস ম্যাচে ওয়াকওভার পেয়ে যায়। ৩২ মিনিট ধরে অপেক্ষা করা হয়। এরপর কল্যাণীর মাঠে মহাপঞ্চমীর দুপুরে কাস্টমসের ওয়াকওভার পাওয়ার কারণে লিগ চ্যাম্পিয়ন হয়ে যায় পিয়ারলেস। ১৯৫৮ সালে ৬১ বছর বাদে কলকাতার তিন প্রধানকে টেক্কা দিয়ে লিগ খেতাব উঠতে চলেছে পিয়ারলেসের ক্লাব তাঁবুতে। যদিও আইএফএ তরফ থেকে কলকাতা লিগ চ্যাম্পিয়নের সরকারি ঘোষণা হয়নি। কেননা রেফারি এবং ম্যাচ কমিশনার তাদের এই ম্যাচ সংক্রান্ত রিপোর্ট লিগ সাব কমিটিকে জমা দেবে। লিগ সাব কমিটি কলকাতা লিগ চ্যাম্পিয়ন নিয়ে সিদ্ধান্ত জানাবে। আর এই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে লক্ষীপুজো পর্যন্ত। কারণ বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএর অফিস লক্ষীপুজোর পর খুলবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.