Header Ads

দু বছর পর গম চাষের অনুমতি মিলল মুর্শিদাবাদ ও নদিয়ায়। খুশি চাষিরা।

নজরবন্দি ব্যুরো: গত কয়েক বছর থেকে গমে ছত্রাক ঘটিত ঝলসা রোগের প্রকোপ দেখা দিচ্ছিল। তার হাত থেকে রক্ষা পেতে দু'বছর গম চাষ বন্ধ রাখার পরামর্শ দিয়েছিল রাজ্য ও কেন্দ্রের কৃষি দফতর। অবশেষে ২ বছর পর বাংলাদেশ সীমান্তে মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় সেই চাষ করার অনুমতি দিল কৃষি দফতর। ফলে এবছর থেকে এই দুই জেলাতে ফের গম চাষ করতে পারবেন চাষীরা। তবে মুর্শিদাবাদ জেলার কৃষি দপ্তরের আধিকারিক তাপস কুন্ডু বলেছেন “আমার ছাড়পত্র দিলেও চাষীদের গম চাষ করতে উত্সাহিত করবেন না।
বরং ভুট্টা, সরষে, ডাল চাষে উত্সাহিত করব। তিনি আরও বলেন দপ্তরের থেকে তাদের এই শস্য বীজ দেওয়া হবে। তবে কৃষি দপ্তর চাষীদের গম চাষ করতে উত্সাহ না দিলেও এই বছর গম চাষে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পর অনেক চাষীই গম চাষ করার প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.