Header Ads

উৎসবের মরসুমে চুঁচুড়ায় উদ্ধার পচা মাংস।

নজরবন্দি ব্যুরোঃ ৩৩০ কেজি পচা মাংস উদ্ধার হল চুঁচুড়ায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। হুগলির তালডাঙা পুর বাজার এলাকার এবং বলরাম গলি এলাকার দুটি দোকান থেকে পচা মাংস উদ্ধার হয়েছে। চুঁচুড়া থানার পুলিশ অভিযান চালায় দুই দোকানে। স্বাস্থ্য সুরক্ষা দফতরের লিখিত অভিযোগের ভিত্তিতেই এই অভিযান চালায় পুলিশ। গ্রেফতার করা হয়েছে অরুপ ঘোষ এবং বিদ্যুৎ কুমার মন্ডল নামে দুই ব্যক্তিকে। বজবজে ভাগাড় কান্ডের পর থেকেই প্রশাসন সজাগ। কোনভাবেই যাতে বাজারে কিংবা রেস্টরেন্টে পচা মাংস বিক্রি করা না হয় সেই বিষয়ে স্পষ্ট নির্দেশিকা দিয়েছে রাজ্য সরকার। চলছে নজরদারি। আর এই নজরদারির কারণেই চুঁচুড়াতে উদ্ধার হল বিপুল পরিমাণে পচা মাংস।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.