Header Ads

অন্ডালে শুরু অন্ডাল- চেন্নাই বিমান পরিষেবা।


নজরবন্দি ব্যুরোঃ দীপাবলীর দিনেই পরিষেবা চালু হয়ে গেল অন্ডাল-চেন্নাই বিমান পরিষেবার। প্রতিদিন বিমান উড়বে এই রুটে। চেন্নাই যেতে সময় লাগবে আড়াই ঘন্টা। এই বিমান পরিষেবা চালু হওয়ার ফলে দুর্গাপুর শিল্পনগরীতে শিল্প এবং লগ্নি বিনিয়োগের রাস্তা খুলে গেল এমনটাই মনে করছে স্থানীয় মানুষ থেকে শুরু করে রাজ্যের বণিক মহল। এই নয়া বিমান পরিষেবায় বিমান ভাড়া ৩৮৯৮ টাকা। অন্ডালের ১১ টি মৌজার জমি অধিগ্রহণ করে এই বিমানবন্দর গড়ে উঠেছে। অন্ডাল বিমানবন্দরের ডিরেক্টর অপূর্ব শর্মা জানিয়েছেন, ‘ বহু মানুষ আমাদের অন্ডাল-চেন্নাই বিমান পরিষেবা নিয়ের প্রশ্ন করতো। আজ থেকে পরিষেবা চালু হচ্ছে।’ এদিকে বিমানবন্দরের জন্য জমিদাতারা এই পরিষেবা চালুর ফলে মোটের ওপর খুশি। তারা মনে করছে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বিমানবন্দরে বিমান পরিষেবা চালুর ফলে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.