Header Ads

মোদির সরকারকে দরাজ সার্টিফিকেট বিশ্ব ব্যাঙ্কের, সঙ্গে সতর্কতা।

নজরবন্দি ব্যুরো: বিশ্ব ব্যাঙ্কের কাছ থেকে স্বীকৃতি পেল নরেন্দ্র মোদির সরকার। চরম দারিদ্র সীমা দূরীকরণ করারা ক্ষেত্রে সফলতা এবং পরিবেশে দূষণ রোধের জন্য মোদি সরকারের পিঠ চাপড়ে দিল বিশ্ব ব্যাঙ্ক। বিশ্ব ব্যাঙ্কের তথ্য বলছে, গত ১৫ বছরে জিডিপি লক্ষ্যমাত্রা ৭ শতাংশের বেশি অর্জন করেছে ভারত। এক দশকে চরম দারিদ্র সীমা অনেকটাই নীচের দিকে। বিশ্ব ব্যাঙ্ক মনে করছে, ভারত যে গতিতে এগোচ্ছে, তাতে আর এক দশকের মধ্যে ভারত সম্পূর্ণভাবে দেশের ভিতরে চরম দারিদ্র দূর করতে পারবে, সঙ্গে আর্থিক উন্নয়নের রথ গতিশীল থাকবে। বিশ্ব ব্যাঙ্ক নরেন্দ্র মোদি সরকারকে দরাজ সার্টিফিকেট দিলেও সেই সঙ্গে সতর্ক করে দিয়েছে। ভারতের বৃহৎ জনসংখ্যার কারণে দেশের সম্পদ যথাযথ ব্যবহারের প্রয়োজন রয়েছে।
দেশের কারখানার উৎপাদনশীলতা বাড়ানোর জন্য শহর অঞ্চলে জমির দরকার। সঙ্গে কৃষি ক্ষেত্রে উৎপাদনের হার বৃদ্ধির জন্য বিশেষভাবে নজর দেওয়া প্রয়োজন। বিশ্ব ব্যাঙ্কের তথ্য বলছে, ভারতে জল সম্পদের বিপুল ভান্ডার রয়েছে। এই সম্পদকে ব্যবহারের বিষয়ে সরকারকে গুরুত্ব দিয়ে দেখা উচিত। ভারতের ২৩ কোটি মানুষ এখনও বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত। বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছে বিশ্ব ব্যাঙ্ক। বিশ্ব ব্যাঙ্ক মনে করে সমস্ত প্রাকৃতিক সম্পদকে যথাযথ এবং মানুষের ব্যবহারের উপযোগী করে তোলার জন্য দেশের ভিতরে পরিকাঠামো উন্নয়ন বিশেষভাবে জরুরি।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.