Header Ads

সন্তান প্রসবে সরকারি ফতোয়া ভারতের এই রাজ্যে।

নজরবন্দি ব্যুরো: আপনার দুই এর বেশি সন্তান। তাহলে মাথায় হাত! সরকারি চাকরী জুটবে না আপনার। সোমবার এমনই সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। মন্ত্রিসভার বৈঠকে এমন সিদ্ধান্ত নিয়েছে সর্বানন্দ সোনওয়ালের অসম সরকার। সরকারি এই সিদ্ধান্ত ঘিরে রাজ্য জুড়ে হইচই পড়ে গিয়েছে। সরকারি এই সিদ্ধান্ত ২০২১ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হতে চলেছে। সোমবার অসম মন্ত্রিসভার বৈঠকে নতুন জমি নীতি ঘোষিত হয়েছে। নতুন জমি নীতিতে বলা হয়েছে, ভূমিহীন আদিবাসী মানুষদের ৩ বিঘা জমি চাষের জন্য দেওয়া হবে। এরই সঙ্গে অর্ধেক বিঘা জমি দেওয়া হবে বসবাসের জন্য।
 এরই সঙ্গে নয়া জমি নীতিতে বলা হয়েছে,জমি উপভোক্তা জমি ১৫ বছর ব্যবহারের পরে বিক্রি করার অধিকার পাবে। এছাড়াও মন্ত্রিসভার বৈঠকে পরিবহন ভাড়া ২৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। বিধবা ভাতা প্রতি মাসে ৩০০ টাকা করা হয়েছে। শিক্ষাবিদ ইন্দিরা মিরির নামে এই প্রকল্পে ১ এপ্রিল বা এপ্রিল মাসে বিধবা হয়েছে তারা এককালীন ২৫ হাজার টাকা আর্থিক সাহায্য পাবে। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জাপানি এনসেফ্যালাইটিসে গুরুতর আক্রান্তদের অটল অমৃত যোজনায় সাহায্য করা হবে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.