Header Ads

বাংলাদেশ ক্রিকেটে অচলাবস্থা, অনিশ্চিত সিরিজ।

নজরবন্দি ব্যুরো: নভেম্বরে ভারতের মাটিতে ভারত বাংলাদেশ সিরিজ। টি ২০ এবং টেস্ট ম্যাচ মিলিয়ে লম্বা এই সিরিজি ঘিরে তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা। কারণ বাংলাদেশের ক্রিকেটারেরা ১১ দফা দাবি পেশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে। শাকিব আল হাসান, মাহমুদুল্লাহ,তামিম ইকবালেরা মীরপুরের স্টেডিয়ামে দাঁড়িয়ে বিসিবির বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে। ১১ দফা দাবির মধ্যে আছে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়ন। বাংলাদেশ প্রিমিয়ার লিগকে ঢেলে সাজানো, ঘরোয়া ক্রিকেটের মানোন্নয়ন, ঘরোয়া ক্রিকেটে ক্রিকেটারেরাদের যাতায়াত খরচ বাড়ানো,বাংলাদেশের হয়ে আন্তজার্তিক ক্রিকেট এবং ঘরোয়া ক্রিকেট খেলছে বাংলাদেশের যে সমস্ত ক্রিকেটারেরা তাদের বেতন বৃদ্ধি, ঘরোয়া ক্রিকেট খেলার সময়ে ক্রিকেটারদের হোটেলে সুইমিংপুল -জিমসহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান, বাংলাদেশে ঘরোয়া ক্রিকেট যে ক্রিকেট বলে খেলা হয় তার মানের উন্নয়ন,ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারদের বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি।
 দাবিতে রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পাশাপাশি আরও একটি ঘরোয়া ক্রিকেট লিগ চালু করার প্রস্তাব। বাংলাদেশ প্রিমিয়ার লিগের চার দিনের ম্যাচের বার্ষিক ক্যালেন্ডার প্রকাশ, যাতে সঠিকভাবে ক্রিকেটারেরা ঘরোয়ানা ক্রিকেটের জন্য প্রস্তুতি নিতে পারে। বিসিবি যে পরিমাণ অর্থ খরচ করে চলেছে বিদেশি কোচদের পিছনে এই বিষয়টিকে মেনে নিতে রাজি নয় বাংলাদেশের ক্রিকেটারেরা। তাই দাবি জানিয়েছে, দেশের কোচদের অগ্রাধিকার দিয়ে কোচিং প্রশিক্ষণের মানোন্নয়ন। বাংলাদেশের ক্রিকেটারদের গ্রেডেশন সিস্টেমে প্রাপ্য অর্থ মিটিয়ে দেওয়া এবং গ্রেডেশন সিস্টেম থেকে কোন ক্রিকেটারকে বাদ না দেওয়া। মাঠ কর্মী বা গ্রাউন্ড স্টাফদের বেতন বৃদ্ধি ইত্যাদি। সাংবাদিকদের সামনে মুখোমুখি হয়ে বাংলাদেশের ক্রিকেটারেরা যেভাবে বোমা ফাটালেন, তাতে করে আসন্ন ভারত বাংলাদেশ সিরিজ অনিশ্চয়তার মুখে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.