Header Ads

প্রকাশিত হয়ে গেল কাতার বিশ্বকাপের লোগো

নজরবন্দি ব্যুরোঃ ২০২২ ফিফা বিশ্বকাপে বল গড়াতে চলেছে কাতারের মাটিতে। ঠিক তারই আগে প্রকাশিত হয়ে গেল বিশ্বকাপের প্রতীক(লোগো)। সোমবার অর্থাৎ ৩ সেপ্টেম্বর ছিল কাতারের স্বাধীনতা দিবস। ওই দিনই প্রকাশ্যে চলে এল বিশ্বকাপের প্রতীক (লোগো) । তিন বছর এখনও হাতে রয়েছে বিশ্বকাপ আয়োজক দেশ কাতারের হাতে। ২০২২ সালে বিশ্বকাপে বল গড়ানোর আগে কোন ফাঁক ফোকর রাখতে নারাজ আয়োজক কাতার। বিশ্বকাপের আগে থেকেই সমস্ত লাইমলাইট নিজেদের দিকে টেনে আনতে কোন খামতি রাখতে চাইছে না আয়োজকেরা। তাই তিন বছর আগেই রীতিমতো হোমওয়ার্ক করেই উন্মোচিত করে দিল বিশ্বকাপ প্রতীক (লোগো)। এই প্রতীকে বিশ্বের বিভিন্ন দেশের বিখ্যাত বিভিন্ন জায়গার ছবি রয়েছে।
 প্রতীকে স্থান পেয়েছে নিউইয়র্কের টাইমস স্কোয়ার, মিলানের আর্কো ডেলা,লন্ডনের লেস্টার স্কোয়ার। ইতিমধ্যেই বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়ে কোমর বেঁধে নেমে পড়েছে আয়োজক দেশ কাতার। দুটো স্টেডিয়ামের উদ্বোধন সেরে ফেলেছে আয়োজকেরা। বাকি ছয়টি স্টেডিয়ামের পরিকাঠামোর উন্নতির সঙ্গে নজর দেওয়া হচ্ছে যাতায়াত ব্যবস্থার উন্নতির উপর। শহরের মেট্রো রেল পরিষেবা ঢেলে সাজানো হচ্ছে। ২০২২ ফিফা বিশ্বকাপে বল গড়ানোর আগে অবশ্য কাতারের মাটিতে বসতে চলেছে বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপের আসর। তাই সব মিলিয়ে কাতারে এখন সাজো সাজো রব।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.