Header Ads

নতুন ভূমিকায় দেখা যাবে মিসবা উল হককে

নজরবন্দি ব্যুরোঃ বাইশ গজে পাকিস্তানের জার্সি গায়ে ব্যাটিং স্তম্ভ হয়ে উঠেছিলেন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক মিসবা উল হক। বিশ্বকাপে পাক ক্রিকেট দলের ভরাডুবির পর পাক ক্রিকেট বোর্ড নড়েচড়ে বসেছিল। শেষমেশ অস্ট্রেলীয় মিকি আর্থারকে পাকিস্তান ক্রিকেট টিমের হেডস্যার থেকে সরিয়ে নয়া কোচ করা হল প্রাক্তণ পাক অধিনায়ক মিসবা উল হককে। সঙ্গে বোলিং কোচ করা হল ওয়াকার ইউনিসকে।পাক ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে মিসবা উল হক ৫৬ টি টেস্টের মধ্যে ২৬ টিতে জয়ের মুখ দেখেছেন।
১৯ টি টেস্টে হারের মুখ দেখতে হয়েছে আর ১১ টি টেস্ট ম্যাচ ড্র হয়েছে। ৮৭ টি একদিনের আন্তজার্তিক ক্রিকেটে পাকিস্তান মিসবার অধিনায়কত্ব ৪৫ টি ম্যাচের জয়ের মুখ দেখেছে আর ৩৯ টি ম্যাচ হেরেছে, ড্র করেছে ২ টি এবং একটি ম্যাচ অমীমাংসিত থেকেছে। পাক ক্রিকেটে মিসবা উল হক একমাত্র অধিনায়ক যিনি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজ জয় করেছেন। টি -২০ ক্রিকেটেও মিসবার নেতৃতবে পাক ক্রিকেট দল ছয়টি ম্যাচ জিতেছে আর দুটি ম্যাচ হেরেছে। ব্যাটসম্যান হিসেবে মিসবা উল হক ২০১৪ সালে আবু ধাবিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে মাত্র ২১ বলে অর্দ্ধশতরান করে ফেলেন, যা টেস্ট ক্রিকেটে রেকর্ড হয়ে রয়েছে।
শুধু তাইই নয় মিসবা উল হক বিশ্বের একমাত্র ব্যাটসম্যান যিনি নিজের ওডিআই কেরিয়ারে বিনা শতরানে ৪২ অর্দ্ধশতরানের মালিক হয়ে আছেন(৫,১২২ রান)। এছাড়াও মিসবা উল হকের নামের সঙ্গে জড়িয়ে আছে আরোও বেশ কয়েকটি রেকর্ড। ২০০৯ সালে পাক ক্রিকেট দল আইসিসি টি-২০ চ্যাম্পিয়ন হয়েছিল। ওই চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন মিসবা উল হক। আইসিসি টি-২০ ফরম্যাটে ক্রিকেটারদের ক্রমতালিকায় টানা ৩১৩ দিন এক নম্বর ব্যাটসম্যান হিসেবে জায়গা ধরে রেখেছিলেন মিসবা। এখন দেখার নিজের অভিঞ্জতার ঝুলি থেকে মিসবা উল হক এবং ওয়াকার ইউনিস পাক ক্রিকেট দলকে উইনিং ট্র্যাকে ফিরিয়ে আনতে পারে কিনা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.