GO থাকা সত্ত্বেও কার্যকর হলনা কম্পিউটার শিক্ষকদের বর্ধিত বেতন। কেন? #Exclusive
নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে বিজেপির উত্থান আর তৃণমূলের ক্রমাগত ব্যাকফুটে চলে যাওয়াকে কাজে লাগাতে বদ্ধ পরিকর রাজ্যের চাকরি প্রার্থী, শিক্ষক, চুক্তি ভিত্তিক কর্মী সহ আরও অনেকে। উল্লেখ্য সম্প্রতি ঘটে যাওয়া লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে রাজ্যের ২৯৪ টি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল অর্থাৎ শাসক দল ১৫৮ আর বিজেপি ১২৮টি আসনে এগিয়ে রয়েছে। যা শাসক দলের পক্ষে ঘর পোড়া গরুর সিঁদুরে মেঘ দেখার অবস্থার মতই ইঙ্গিতবহ।
এই অবস্থায় রাজ্য সরকার কে কিছুদিন আগেই সরাসরি হুঁশিয়ারি দিয়েছিল West Bengal School Computer Teacher Welfare Association. তাঁদের হুঁশিয়ারি ছিল, "যুদ্ধ ঘোষণা হয়ে গেছে। সরকারকে প্রাক্তন সরকারে পরিণত করার ক্ষমতা রাখি। সুপ্রিম কোর্টের বিচার অনুযায়ী সম কাজে সম বেতন দিতে হবে। সেটা পূর্ণ সরকারি কর্মী হোক কিংবা আধা সরকারি কর্মী কিংবা ঠিকাদারি কর্মী, চুক্তি ভিত্তিক কর্মী সবার ক্ষেত্রেই।" তাঁদের হুঁশিয়ারি ছিল "আমাদের ন্যায্য বেতন প্রদান না করলে Pen Down / Mouse , Keyboard, Computer Shut Down আন্দোলনে নামবো। প্রতি স্কুলে এবং সরকারি অফিসে নিজেরা কম্পিউটারে কাজ করবো না, আর না অন্য কেউকে করতে দেবো না।"
মাননীয়া মুখ্যমন্ত্রীকে তাঁদের প্রশ্ন, "ম্যাডাম তারপর আপনার কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সবুজ সাথী, বাংলার শিক্ষা, উৎকর্ষ বাংলা, স্বাস্থ সাথী, যুবশ্রী, মাইনরিটি, মুক্তিধারা, লোকপ্রসার, NREGS, SHG, BCW, SNCU, হেলথ প্রজেক্ট, মিড ডে মিল, TREASURY, E-district, E-Services, wb registration, wb vahan, এগিয়ে বাংলা, ডিজিটাল বাংলা ইত্যাদি আমাদের সহযোগিতা ছাড়া চালাতে পারবেন তো?"
যাই হোক পেন ডাউন কর্মসূচি গ্রহন করার আগেই সুখবর এসেছিল কম্পিউটার শিক্ষকদের জন্যে। বহু প্রত্যাশিত বেতন বাড়ার খবর। কম্পিউটার শিক্ষকরা অধীর আগ্রহে যে খবরের জন্যে অপেক্ষা করছেন বহুদিন। আগষ্ট মাস থেকে ICT Computer Teacherদের বেতন বেড়ে ১০,০০০ (দশ হাজার টাকা) হওয়ার ( as per GO No 316-SE (P&B) dated 14th August 2019) কথা ছিল যা সেপ্টেম্বর মাস থেকে শিক্ষকরা হাতে পেতেন।
সংগঠনের রাজ্য সম্পাদক স্বরূপ পান একথা জানিয়েছেন। কিন্তু অভিযোগ,
কমপিউটার শিক্ষকদের জন্য সরকারি G.O. থাকা সত্ত্বেও সেপ্টেম্বর মাসে পাননি বর্ধিত বেতন। কিন্তু সরকারি GO থাকা স্বত্বেও কার্যকর হল না কেন বর্ধিত বেতন? সূত্রের খবর, বেতন বৃদ্ধি
মানতে চাইছে না নিয়োগকারী সংস্থা ILFS, Extramarks, Aces. যার ফলে কয়েক হাজার কম্পিউটার শিক্ষক ও তাদের পরিবার চরম বিপত্তির মুখে পড়েছেন বলাই বাহুল্য।
দেখুন সেই বহু কাঙ্খিত GO
বিঃ দ্রঃ - GO-র উপরোক্ত কপি কম্পিউটার শিক্ষকদের কাছ থেকে সংগৃহীত।
এই অবস্থায় রাজ্য সরকার কে কিছুদিন আগেই সরাসরি হুঁশিয়ারি দিয়েছিল West Bengal School Computer Teacher Welfare Association. তাঁদের হুঁশিয়ারি ছিল, "যুদ্ধ ঘোষণা হয়ে গেছে। সরকারকে প্রাক্তন সরকারে পরিণত করার ক্ষমতা রাখি। সুপ্রিম কোর্টের বিচার অনুযায়ী সম কাজে সম বেতন দিতে হবে। সেটা পূর্ণ সরকারি কর্মী হোক কিংবা আধা সরকারি কর্মী কিংবা ঠিকাদারি কর্মী, চুক্তি ভিত্তিক কর্মী সবার ক্ষেত্রেই।" তাঁদের হুঁশিয়ারি ছিল "আমাদের ন্যায্য বেতন প্রদান না করলে Pen Down / Mouse , Keyboard, Computer Shut Down আন্দোলনে নামবো। প্রতি স্কুলে এবং সরকারি অফিসে নিজেরা কম্পিউটারে কাজ করবো না, আর না অন্য কেউকে করতে দেবো না।"
যাই হোক পেন ডাউন কর্মসূচি গ্রহন করার আগেই সুখবর এসেছিল কম্পিউটার শিক্ষকদের জন্যে। বহু প্রত্যাশিত বেতন বাড়ার খবর। কম্পিউটার শিক্ষকরা অধীর আগ্রহে যে খবরের জন্যে অপেক্ষা করছেন বহুদিন। আগষ্ট মাস থেকে ICT Computer Teacherদের বেতন বেড়ে ১০,০০০ (দশ হাজার টাকা) হওয়ার ( as per GO No 316-SE (P&B) dated 14th August 2019) কথা ছিল যা সেপ্টেম্বর মাস থেকে শিক্ষকরা হাতে পেতেন।
দেখুন সেই বহু কাঙ্খিত GO



No comments