Header Ads

টেস্টে ৮৬৭ ওভার হাত ঘুরিয়েও এলোনা উইকেট, কেন জানতে হলে পড়ুন!


নজরবন্দি ব্যুরোঃ অবিশ্বাস্য হলেও সত্যি। অ্যাসেজ সিরিজের পঞ্চম টেস্টের চতুর্থ দিনে ৮৬৭ ওভার বল করেও কোন উইকেট পেল না ইংল্যান্ডের । কিন্তু ৮৬৮ তম ওভারে ঘটে গেল অঘটন। টেস্ট অভিষেকে পর কেরিয়ারে প্রথম নো বল করে ফেলে বেন  স্ট্রোকস। আর তাতেই ঘটে যায় যত অঘটন।
আসলে রবিবার অ্যাসেজ সিরিজের পঞ্চম টেস্টের চতুর্থ দিনে ৩১ তম ওভারের দ্বিতীয় বলে স্লিপে ক্যাচ তুলে দেন মিশেল মার্চ। ইংল্যান্ডের রবি বার্নস ক্যাচ ধরেও ফেলেন। মিশেল মার্চ ক্রিজ ছেড়ে প্যাভিলিয়নের পথ ধরেও ফেলেন। তখনই দেখা যায় বোলিং ক্রিজের বাইরে পা বেরিয়ে গিয়েছে বেন স্ট্রোকসের। ফলে ওই ডেলিভারি নো বল ডিক্লেয়ার করে আম্পায়ার। ক্রিজে ফিরে আসেন অজি ব্যাটসম্যান মিশেল মার্শ।
তবে এত অঘটনের পরেও অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে  অ্যাসেজ সিরিজ জিততে পারেনি। ২-২ ব্যবধানে ৪৭ বছরপর সিরিজ ড্র হয়ে যায়।  

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.