নিম্নচাপের জেরে বৃষ্টি কোলকাতা সহ দক্ষিণ বঙ্গে। বৃষ্টি হবে আরও ২ দিন জানালো হাওয়া অফিস।
নজরবন্দি ব্যুরোঃ নিম্নচাপের জেরে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের জেরে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। শনিবার থেকে আবহাওয়া আরও খারাপ হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায়।
অপরদিকে দিঘা-মন্দারমণিসহ রাজ্যের উপকূলে জারি হয়েছে প্রবল সতর্কবার্তা। প্রশাসন সতর্ক রয়েছে সব ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য। সমুদ্রে ঢেউ আছড়ে পড়তে পারে ১০ থেকে ১৫ ফুট উচ্চতায়। মৎস্য জীবীদের মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে।
অপরদিকে দিঘা-মন্দারমণিসহ রাজ্যের উপকূলে জারি হয়েছে প্রবল সতর্কবার্তা। প্রশাসন সতর্ক রয়েছে সব ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য। সমুদ্রে ঢেউ আছড়ে পড়তে পারে ১০ থেকে ১৫ ফুট উচ্চতায়। মৎস্য জীবীদের মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে।
Loading...
কোন মন্তব্য নেই