রানাঘাটে পরিবেশ সচেনতনা পদযাত্রা।
নজরবন্দি ব্যুরোঃ পুড়ছে পৃথিবীর ফুসফুস, আমাজনের বনানী। আকাশে ছড়িয়ে পড়ছে বিষের দানা। আর এই বিষের দানা যাতে মানবসভ্যতার ধ্বংস সাধন করতে না পারে তার জন্য পথে নেমে পড়লো রানাঘাট পুরসভার উদ্যোগে অঞ্চলের কচি কাঁচার দল।
পলিথিনের ব্যাগ জীবনধারাকে সহজ করে তুলেছে ঠিকই। সঙ্গে ডেকে এনেছে বিপদ। মাটির জলস্তরে ভারসাম্যহীনতা ডেকে আনছে এবং মাটির প্রাকৃতিক গঠনগত চরিত্রে বাধা সৃষ্টি করে চলেছে। নিকাশি ব্যবস্থাকে করে তুলছে ব্যাহত।
জলস্তরের হ্রাসের ফলে জীবন প্রণালীতে এসে পড়ছে প্রভাব। জলসঙ্কটের নিদারুণ যন্ত্রণায় মানুষ নিজের ভিটে মাটি ছেড়ে পলায়ন করছে। আইন করে ভূগর্ভস্থ জল তোলার ক্ষেত্রে বিধি নিষেধ আরোপ করে চলেছে প্রশাসন। সেচের জল সরবারহের ক্ষেত্রে টান পড়ছে। সব মিলিয়ে দুর্বিসহ অবস্থা।
আর তাই চুপ করে নীরবতা পালন না করে রানাঘাট পুরসভার উদ্যোগে অঞ্চলের কচি কাঁচারা প্লাস্টিক ব্যাগের যথেচ্ছ ব্যবহার রোধে এবং জলস্তরের ভারসাম্য বজায় রাখার উদ্দেশ্যে সচেতনতামূলক পদযাত্রায় পা মিলিয়েছে।'মিশন নির্মল বাংলা' এবং 'সবচ্ছ ভারত অভিযানের' হাত ধরে সবুজায়ন, বনসৃজন ও পরিবেশ রক্ষার শপথ নিয়েছে রাণাঘাটের আম জনতা।
পলিথিনের ব্যাগ জীবনধারাকে সহজ করে তুলেছে ঠিকই। সঙ্গে ডেকে এনেছে বিপদ। মাটির জলস্তরে ভারসাম্যহীনতা ডেকে আনছে এবং মাটির প্রাকৃতিক গঠনগত চরিত্রে বাধা সৃষ্টি করে চলেছে। নিকাশি ব্যবস্থাকে করে তুলছে ব্যাহত।
আর তাই চুপ করে নীরবতা পালন না করে রানাঘাট পুরসভার উদ্যোগে অঞ্চলের কচি কাঁচারা প্লাস্টিক ব্যাগের যথেচ্ছ ব্যবহার রোধে এবং জলস্তরের ভারসাম্য বজায় রাখার উদ্দেশ্যে সচেতনতামূলক পদযাত্রায় পা মিলিয়েছে।'মিশন নির্মল বাংলা' এবং 'সবচ্ছ ভারত অভিযানের' হাত ধরে সবুজায়ন, বনসৃজন ও পরিবেশ রক্ষার শপথ নিয়েছে রাণাঘাটের আম জনতা।
Loading...
কোন মন্তব্য নেই