Header Ads

আফ্রিদির মুখে বিরাটের প্রশংসা।


নজরবন্দি ব্যুরোঃ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত জয় এসেছে ভারতের। দ্বিতীয় টি ২০ ম্যাচে ভারত অধিনায়কের ৫২ বলে ৭২ রানের ম্যাচ জেতানোর ইনিংস চলে আসে বিরাটের চওড়া ব্যাট থেকে। এরপরেই বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি নিজেদের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্টে বিরাট কোহলীর অনন্য কীর্তির পরিসংখ্যান তুলে ধরে।
আইসিসির ওই ট্যুইটের রিট্যুইটে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি বিরাটের প্রশংসা করে। প্রাক্তন পাক অধিনায়ক রিট্যুইটে লেখে, 'অভিনন্দন বিরাট কোহলী। তুমি সত্যি একজন মহান ক্রিকেটার। তোমার সাফল্য ব৯জায় থাকুক। বিশ্ব জুড়ে ক্রিকেট অনুরাগীদের এভাবেই আনন্দ দিয়ে যাও।' ৪ টি চার আর ৩ টি ছয়ে সাজানো বিরাটের অধিনায়কোচিত ইনিংস প্রোটিয়াদের বিরুদ্ধে। এই ইনিংসের সুবাদে বিরাট কোহলী টি ২০ ক্রিকেটেসর্বাধিক রান সংগ্রাহিকের তালিকায় ঢুকে পড়লেন। ব্যাটিং গড় ৫০ পার করে গেছে। সঙ্গে সমস্ত ফর্মাটের ক্রিকেটেই বিরাটের ব্যাটিং গড় পঞ্চাশের ওপরে। এরই সঙ্গে টি ২০ ক্রিকেটে সর্বাধিক ম্যাচ সেরা হওয়ার রেকর্ড ছিল শাহিদ আফ্রিদির বিরুদ্ধে (১১)। বিরাটের ৭২ রানের ইনিংস আফ্রিদিকে ছুঁয়ে ফেলল। বিরাটের সামনে এখন  আফগানিস্তানের অলরাউন্ডার মহম্মদ নবি(১২)। 

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.