Header Ads

সৌরভের মনোনয়ন পেশ হতে চলেছে।


নজরবন্দি ব্যুরোঃ  ২৮ সেপটেম্বর সিএবির ভোট সঙ্গে সাধারণ সভা। তাই বৃহস্পতিবার সৌরভ গঙ্গোপাধ্যায় নিজের মনোনয়ন পেশ করতে চলেছে।
সম্প্রতি সিওএ সত্তরোর্ধব সদস্যদের ভোটাধিকার খর্ব করার নির্দেশ দিয়েছে। কিন্তু নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার পর সিওএর নতুন নির্বাচনী বিধি মানতে চাইছে না সিএবি। সুপ্রীম কোর্টের নির্দেশ রয়েছে কোন সত্তরোর্ধব সদস্য রাজ্য সংস্থার পদে থাকতে পারবে না, কিন্তুভোট দিতে পারবে।
সিওএ হঠাৎই নির্দেশ জারি করে সত্তরোর্ধব সদস্যরা  ভোট দিতে পারবে না। এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বাকি সংস্থাগুলোর মতো সিএবির সত্তরোর্ধব সদস্যরা হাইকোর্টে যাচ্ছেন। 

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.