Header Ads

আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বাস এবং ভারী পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ টালা ব্রিজে।

নজরবন্দি ব্যুরোঃ আজ থেকে অনির্দিষ্টকালের জন্য টালা সেতু দিয়ে বন্ধ হয়ে গেল বাস এবং ভারী পণ্যবাহী গাড়ি চলাচল। তিন টন ওজনের বেশি গাড়ি চলাচল করতে পারবে না সেতু দিয়ে। কলকাতার সঙ্গে উত্তর ২৪ পরগনার সংযোগকারী এই গুরুত্বপূর্ণ সেতু দিয়ে বাস পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার পর যে তীব্র যানজটের আশঙ্কা তৈরি হয়েছে তা মোকাবিলা করতে তত্পর পুলিস। পুলিশ জানায় বি টি রোড দিয়ে প্রচুর পণ্যবাহী গাড়ি শহরে যাতায়াত করে। চিত্পুর লকগেট সেতু এবং আর জি কর রোডে আগে থেকেই পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ রয়েছে।
 টালা সেতুতেও তা বন্ধ হওয়ায় পণ্যবাহী যানবাহনকে দমদম রোড বা যশোর রোড দিয়ে ঘুরিয়ে ভিআইপি রোড দিয়ে শহরে পাঠানো হবে। হাডকো মোড় থেকে দক্ষিণ কলকাতামুখী গাড়ি বাইপাস দিয়ে যাবে। উত্তর ও মধ্য কলকাতামুখী গাড়ি কাঁকুড়গাছি রেল সেতু, মানিকতলা দিয়ে আসবে। সত্য ডাক্তার রোডে মেরামতির জন্য বন্দর এলাকাতেও পণ্যবাহী গাড়ি চলাচলে সমস্যা রয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.