Header Ads

দুরন্ত সেঞ্চুরি লোকেশ রাহুলের, ব্যর্থ রোহিত শর্মা।

 নজরবন্দি ব্যুরোঃ বিজয় হাজারে ট্রফিতে কেরলের বিরুদ্ধে ১২২ বলে ১৩১ রানের ইনিংস খেলে দিলেন লোকেস রাহুল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে ব্যাটে রান আসেনি লোকেস রাহুলের। উইকেটে জমে গিয়ে উইকেট ছুঁড়ে আসার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে সুযগ পাননি লকেস রাহুল।
ঘরোয়া ক্রিকেটে বিজয় হাজারে ট্রফিতে ব্যাট করতে নেমে রানে ফিরে আসলেন, করলেন দুরন্ত সেঞ্চুরি। কর্নাটক জিতল ম্যাচ। ওপেন করতে নেমে ১০ টি চার ৪ টি ছয়ে সাজানো লোকেশ রাহুলের ইনিংস।
তাৎপর্যপূর্ণ বিষয় হল, দক্ষিণ আফ্রিকার লোকেশ রাহুলের বদলে ওপেনার হিসেবে বেছে নেওয়া হয়েছিল রোহিত শর্মাকে। আর রোহিত প্রোটিয়াদের বিরুদ্ধে বোর্ড প্রসিডেন্ট একাদশের হয়ে ব্যর্থ। দুই বল খেলে রানের খাতা না খুলে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। প্রোটিয়াদের বিরুদ্ধে মাঠে নামার আগে রোহিত শর্মার কাছে এই অনুশীলন ম্যাচ ছিল পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সেরা মঞ্চ। কিন্তু ব্যর্থ মুম্বইকর।   

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.