Header Ads

সোশ্যাল মিডিয়াতে আধার লিঙ্ক নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিক কেন্দ্র, নির্দেশ সুপ্রীম কোর্টের


নজরবন্দি ব্যুরোঃ সশ্যাল মিডিয়াতে আধার লিঙ্ক করার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিক কেন্দ্র সরকার। এমনই নির্দেশ দিল দেশের সুপ্রীম  কোর্ট। গত ২০ আগস্ট তামিলনাড়ু সরকার মামলা করেছিল। ভুয়ো খবর, পর্ণগ্রাফী, দেশদ্রোহী, সন্ত্রাসমূলক খবর রুখে দেওয়ার জন্য ইউজারসদের আধার লিঙ্ক বাধ্যতামূলক করার বিষয়টি আদালতের নজরে নিয়ে আসা হয়।
শুক্রবারের শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেটাকে বিচারপতি অনিরুদ্ধ বসু এবং দীপঙ্কর গুপ্তের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়,'দ্রুত ব্যবস্থা নিক কেন্দ্র সরকার। আদালতের পর্যবেক্ষণ, ' এই নিয়ে আর বেশি দেরি করা চলবে না।সিদ্ধান্ত নিতে হবে দ্রুত'। ২৪ সেপটেম্বর এই মামলার পরের শুনানি।    
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.