Header Ads

একের বেশি পদে থাকতে পারবেন না সৌরভ। জানিয়ে দিল বোর্ড।

নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এথিক্স কমিটির অফিসার ডি কে জৈন নির্দেশ দিয়েছেন, একের বেশি পদে থাকতে পারবেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। যদিও সবার্থের সংঘাতের প্রশ্নে বোর্ডের এথিক্স কমিটি থেকে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ ‘বেনিফিট অফ ডাউট’ পেয়েছেন। বর্তমানে সৌরভ বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবির প্রেসিডেন্ট পদে রয়েছেন। এরই সঙ্গে সৌরভ আইপিএলে দিল্লী ক্যাপিটালসের মেন্টর পদে আছেন। যদিও সৌরভ দাবি করে এসেছেন তিনি দিল্লী ক্যাপিটালসের কাছ থেকে কোন অর্থ নেন না। এদিকে সৌরভ ভারতীয় ক্রিকেট দলের পরামর্শদাতা কমিটিতেও আছেন। আর এই কারণেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সবার্থের সংঘাতের বিষয়টি মাথাচাড়া দিয়ে ওঠে’। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ইমেলে এথিক্স কমিটির অফিসার ডি কে জৈন লিখেছেন, ‘পরামর্শদাতা কমিটিতে সৌরভের উপস্থিতি সবার্থের সংঘাতের পরিস্থিতি তৈরি করেছে। এই বিষয়ে সৌরভের জবাবকেই পদত্যাগপত্র হিসেবে ধরা যেতে পারে।

 ২০১৯ সালের মে মাস থেকে সৌরভ আইপিএল ফ্যাঞ্চাইজির সঙ্গে জড়িত নন। এক্ষেত্রে সবার্থের সংঘাতের বিষয়টি গুরুত্বপূর্ণ হলেও নিয়ন্ত্রণযোগ্য’। তবে জানা গিয়েছে, এই বিষয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়কে সতর্ক করা হয়েছে। বোর্ডকে পাঠানো ওই ইমেলে লেখা হয়েছে, ‘আইন না জানাটা কোন অজুহাত হতে পারে না। বোর্ডকে এগুলো জানানো উচিত ছিল সৌরভের’। ইমেলে বলা হয়েছে, ‘যেহেতু ২০১৮ আগস্ট থেকে আইন কার্যকরী হয়েছে তাই বেনিফিট অফ ডাউট প্রযুক্ত হতে পারে সৌরভের বিষয়ে’। তিনি এও বলেছেন, ‘সৌরভ হয়তো বুঝতে পারেননি একই সঙ্গে তিনটি পদে থাকা নিয়ে সবার্থের সংঘাতের আওতায় চলে আসবেন। আমি তাই বোর্ডকে নির্দেশ দিচ্ছি তারা যাতে সবার্থের সংঘাত ঘটবে এমন বিষয়গুলো থেকে সৌরভের সরে আসা নিশ্চিত করে। এবং বোর্ডের নির্দিষ্ট সময়ে একের বেশি পদে যেন সৌরভ না থাকেন’।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.