Header Ads

ফোর্থ ফেজের কাউন্সেলিং এর নোটিশ জারি করল এসএসসি! #Exclusive

অমিত সরকার: SSC নিয়োগ প্রক্রিয়ায় আরও জোর দেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। সেই মত SSC শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে ৷ বহু প্রতীক্ষার পর আইনি জট পেরিয়ে ২০১৬ সালের মে মাসে প্রকাশিত হয় নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণীর লিখিত পরীক্ষার ফলাফল৷ কিন্তু মামলার জটে আটকে নিয়োগ৷
কর্মসংস্থান নিয়ে যুবসমাজের চোখে বালির কনার মত দশা রাজ্য সরকারের। এই অবস্থায় এল সুখবর, নিয়োগ নিয়ে অব্যাহত টালবাহানার মাঝেই নবম ও দশম শ্রেণির ফোর্থ ফেজের কাউন্সেলিং এর নোটিশ জারি করল এসএসসি। বেশ কিছুদিন আগে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর কাউন্সেলিং এর নোটিশ বেরিয়েছিল। বর্তমানে আপার এর প্রক্রিয়া স্থগিত রয়েছে কোর্টে কেস থাকার কারণে। কুড়ি তারিখে কেসের হিয়ারিং রয়েছে তার পরে কি হয় সেটাই দেখার বিষয়। অন্যদিকে প্রাইমারির পিটিটিআই মামলাকারীদের ভেরিফিকেশনের কাজ চলছে কমিশন মন্থর গতিতে যে কাজ করছিল সেখানে কিছুটা গতি এসেছে বলে মনে করছে অনেকেই।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.