Header Ads

১ লক্ষ কর্মসংস্থানের ঘোষণা মুখ্যমন্ত্রীর। বিনিয়োগ ১২ হাজার কোটি।

নজরবন্দি ব্যুরোঃ বেকারত্ব নিয়ে প্রশ্নের মুখে পড়া পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী বড় উদ্যোগ নিলেন কর্মসংস্থান নিয়ে। বাংলায় এক লক্ষ কর্মসংস্থানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।  ১১ হাজার একর এলাকাজুড়ে বীরভূমের মহাম্মদ বাজার এলাকার দেউচা-পাঁচামিতে কয়লা ব্লক চালু করার সিদ্ধান্ত নিলেন তিনি।
আজ এই বিষয় নিয়ে নবান্নে আধিকারিকদের সাথে বৈঠক করেন তিনি। পরে সাংবাদিকদের জানান "এই ব্লক চালু হলে আগামি ১০০ বছর বাংলায় কয়লার অভাব হবে না।প্রায় এক লক্ষ কর্মসংস্থান হবে এই প্রকল্পে।"
তবে এই প্রকল্প রূপায়নে জমি সমস্যা হতে পারে তাই এলাকার বাসিন্দাদের নিয়ে কমিটি গড়ার প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন ওখানে ৪০০টি পরিবার আছে যার মধ্যে অন্তত ৩৫ টি পরিবার আদিবাসী। এদের সাথে আলোচনা করেই কাজ শুরু করা হবে। মুখ্যসচিব কে সাথে নিয়ে এই কমিটি গড়ে তোলা হবে।
পাশাপাশি জমিদাতা পরিবার গুলোর দায়িত্ব তাঁর সরকার নেবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই ব্লকের দেউচা-পাঁচামি খনিতে প্রায় ২২০ কোটি টন কয়লা মজুত রয়েছে বলে জানিয়েছে কেন্দ্র, যার মধ্যে রাজ্য পাবে ১ কোটি টন।
এই প্রকল্পে ১২ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.