Header Ads

সৌরভের চোখে টিম ইন্ডিয়ার ইয়ংগিস্তান।

নজরবন্দি ব্যুরো: ভারতের মাটিতে সিরিজ খেলতে এসেছে দক্ষিণ আফ্রিকা। খেলবে তিনটে টি ২০ সিরিজ আর টেস্ট ম্যাচ। আগামী বছর অস্ট্রেলিয়ার মাটিতে বসতে চলেছে টি ২০ বিশ্বকাপের আসর। আর বিশ্বকাপকে পাখির চোখ করে তারুণ্য এবং অভিঞ্জতার মিশেলে ভারতীয় দলের টি ২০ দল গড়া হয়েছে। টিমে রয়েছে খলিল আহমেদ,নভদীপ সাইনি, দীপক চাহার তিন পেসার। স্পিনে রাহুল চাহার এবং ওয়াশিংটন সুন্দর। মিডল অর্ডারে ঋষভ পহ্ন, শ্রেয়স আইয়ার। টি ২০ সিরিজে ভারতীয় দল গঠন প্রসঙ্গে প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন,'তরুণদের হাতেই এখন দেশের ভবিষ্যৎ'।
 তরুণ ক্রিকেটারদের প্রোটিয়াদের বিরুদ্ধে সুযোগ দেওয়ার প্রসঙ্গে সৌরভের বক্তব্য, 'এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট তরুণদের কাঁধের ওপর দাঁড়িয়ে আছে। পরের বছর অস্ট্রেলিয়ার মাটিতে টি ২০ বিশ্বকাপ। বিশ্বকাপের আসরে ভালো পারফর্মেন্স করতে হলে, তরুণদের ধারাবাহিক ভাবে সুযোগ দিতে হবে। ইংল্যান্ডের মাটিতে ২০১৯ বিশ্বকাপের আগে দলের কম্বিনেশন নিয়ে অনেক আলোচনা হয়েছিল। টি ২০ বিশ্বকাপে এমনটা হওয়া উচিত নয়। এখন থেকে বেছে নিয়ে চূড়ান্ত দলের পরিকল্পনা তৈরি করা উচিত'। ভারতীয় বোলিং নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, 'ভারতীয় বোলিং এখন বৈচিত্র্যে ভরা, তরুণরা দারুন বোলিং করছে। দলে ভুবি,বুমিরাহ, শামির মতো অভিঞ্জতা রয়েছে আবার খলিল, নভদীপ, দীপক প্রতিশ্রুতিমান। ধারাবাহিক ভাবে সুযোগ পেলে বিশ্বকাপের আগে এরা নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যাবে'।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.