Header Ads

বামপন্থী যুব ও ছাত্রদের নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র হাওড়া।

নজরবন্দি ব্যুরোঃ বামপন্থী যুব ও ছাত্র সংগঠনগুলির ডাকা নবান্ন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার বাধল হাওড়ায়। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পাল্টা তেড়ে যাওয়া লাঠিচার্জ এবং ইট-বোতলবৃষ্টিতে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে হাওড়ার মল্লিক ফটক এলাকা। 'সিঙ্গুর থেকে নবান্ন চলো' রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের দাবিতে এদিন নবান্ন অভিযানের ডাক দিয়েছিল এসএফআই ও ডিওয়াইএফআই সহ বাম ছাত্র-যুব সংগঠনগুলি। অভিযান ঘিরে আঁটসাট নিরাপত্তার ব্যবস্থা করা হয়।
হাওড়া স্টেশনের কাছে রেল মিউজিয়ামের সামনে জমায়েত করে সেখান থেকে মিছিল করে নবান্ন যাওয়ার কথা ছিল। রেল মিউজিয়ামের সামনে থেকে শুরু হবে মিছিল। তারপর সিপি অফিসের সামনে দিয়ে বঙ্গবাসী মোড় হয়ে জিটি রোড ধরে মিছিল যাওয়ার কথা ছিল।পুলিশের লাঠির আঘাতে আহত বেশ কয়েকজন বাম ছাত্র-যুব কর্মী। আহত হয়েছেন ডিওয়াইএফআই-এর রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। বাম ছাত্র-যুবদের ইটের আঘাতে আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মীও। ১২টি বাম ছাত্র-যুব সংগঠনের নবান্ন অভিযান ঘিরে বেনজির নিরাপত্তা বলয় তৈরি হয় এ দিন সকাল থেকে।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.