Header Ads

প্রত্যাবর্তনের ম্যাচে ৫ উইকেট।


নজরবন্দি ব্যুরোঃ প্রত্যাবর্তনের মঞ্চ হিসেবে বেছে নিয়েছিলেন অ্যাসেজ টেস্ট সিরিজ। চলতি অ্যাসেজের প্রথম চারটি টেস্টে মাঠে নামার সুযোগ আসেনি মিচেল মার্শের। পঞ্চম টেস্টে দলে সুযোগ পেতেই সুযোগটাকে কাজে লাগিয়ে দিলেন। প্রথম দিনেই ৫ উইকেট তুলে নিলেন অস্ট্রেলিয় বোলার মিচেল মার্শ।
জাতীয় দলের হয়ে সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি অজি বোলার মিচেল মার্শ। ফলে গত বছর ক্রিকেট অস্ট্রেলিয়ার 'সেন্ট্রাল কনট্র্যাক্ট' হারাতে হয় মার্শকে। গত বছর বক্সিং ডে টেস্ট থেকেই মিচেল মার্শ টিমের বাইরে। ওভালে পঞ্চম টেস্টের প্রথম দিনে মিচেল মার্শ ৪৬ রানে ৫ উইকেট তুলে নিয়ে সফল অজি বোলার হিসেবে নিজের নাম লিখিয়ে ফেলেছেন। নিজের প্রতিক্রিয়ায় অজি এই বোলার বলেন, 'চুক্তি হারানোর পর নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম। আর কখন জাতীয় দলে ঢুকতে পারব কিনা তা নিয়ে মনে সংশয় জেগেছিল। ব্যক্তিগত সমস্যা প্রভাব ফেলেছিল পারফরর্মেন্সে'।
মিচেল এও বলেন, 'গত ছয় মাস ধরে প্রচুর পরিশ্রম করেছি। ফিটনেসের ওপরে বাড়তি নজর দেওয়ার জন্য মায়ের হাতের রোস্ট ত্যাগ করেছি। নিজের জীবন যাত্রা বদলে ফেলেছি'। এখানে থেমে না থেকে অজি বোলার মিচেল মার্শ সাফ জানিয়েছেন, 'ভালবাসি ব্যাগি গ্রিন টুপিকে। অস্ট্রেলিয়ার হয়ে খেলতে ভালবাসি'।    

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.