Header Ads

সব জল্পনা উড়িয়ে অবশেষে কাল গেরুয়া রঙ গায়ে মাখছেন সব্যসাচী।

নজরবন্দি ব্যারোঃ জল্পনা ছিলোই আবশেষে তাঁর আবসান ।তৃণমূলের আরও এক নেতৃত্ব দল ছেরে বিজিপিতে যোগ দিতে চলেছেন। মায়ের আগমনির সাথে মেয়র সব্যসাচী দত্তের জোড়া ফুল থেকে পদ্ম ফুলে যাওয়ার পালা।কাল বিজিপিতে যোগ দিতে চলেছেন বিধান নগরের মেয়র সব্যসাচী দত্ত। সূত্রের খবর - কাল প্রথমে তিনি একটা মিছিলে যোগ দেবেন তার পড়ে নেতাজী ইনডোর স্টেডিয়ামে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের হাত ধরে গেরুয়া শিবিরে পা রাখবেন মেয়র সব্যসাচী। লোকসভা নির্বাচনের আগে থেকেই তাঁর গেরুয়া শিবিরে যোগ দেয়ার প্রবণতা লক্ষ করা যাচ্ছিল। বিদ্যুৎ ভবনে সাধারন কর্মিদের আন্দলনে তাঁদের পাশে দাড়ান তিনি। সেই সময় থেকেই তাঁর ওপরে অসন্তুষ্ট হয় তৃনমুলের শীর্ষ নেতৃত্ব।
 তার পড়ে সব্যসাচীর বিরুদ্ধে অনাস্থা আনে পৌরসভার অন্যান্য কাউন্সিলররা। সেই মামলা কলকাতা হাইকোর্টে চলেছে। সব্যসাচী বলেন তিনি সবসময়ে সাধারণ মানুষের পাশে থেকেছেন এবং আগেও থাকবেন।তার পড়েই তিনি প্রাইমারি টিচারদের অনসন মঞ্চে পৌছান এবং মেয়র পদ থেকে ইসতফা দেন। এই সময়ে মুকুল রায়ের সব্যসাচীর বাড়িতে যাওয়া তৃণমুলের মধ্যে অসস্থি বারিয়ে তোলে।মুকুল রায় বলেন তিনি দাদা হিসাবে ছোটো ভাইয়ের পাশে দাড়াতে গেছেন ভাইয়ের অসময়ে।সব্যসাচী দত্তের বাড়ির গণেশ পূজতে উপস্থিত ছিলেন মুকুল রায় এবং বিজিপির রাজ্য সভাপতি দিলিপ ঘোষ। এর সাথেই তাঁর বিজিপিতে পা রাখার রাস্তা পরিস্কার হয়ে যায়। অবশেষে সব্যসাচী দত্ত কাল আনুষ্ঠানিক ভাবে বিজিপিতে যোগ দিচ্ছেন।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.