বিহারের বন্যা পরিস্থিতি ভয়াবহ।
নজরবন্দি ব্যুরোঃ বিহারের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। রাজধানী পাটনার অধিকাংশ অঞ্চল জলের তলায়। বিহারের ১৪ টি জেলায় জারি করা হয়েছে হাই অ্যালার্ট। বৃষ্টি থামার নাম নেই। জলস্তর বেড়েই চলেছে গঙ্গা, ঘর্ঘরা নদীর। বন্যায় এখন পর্যন্ত ২৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
পাটনা মেডিকেল কলেজে বন্যার জল ঢুকে গিয়েছে। উদ্ধার কাজে নেমে পড়েছে এনডিআরএফের ৩২ টি দল। শহরের বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। রেল লাইনে জল জমে যাওয়ার কারণে ট্রেন বাতিল করা হয়েছে। বিমানের রুট বদল করা হয়েছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার রাজ্যের বন্যা দুর্গত জেলার আধিকারিকদের সঙ্গে সোমবার বৈঠকে বসবেন বলে জানা গিয়েছে। এই বৈঠক হবে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে।
কোন মন্তব্য নেই