ব্রাডম্যানকে টপকে গেলেন স্মিথ।
নজরবন্দি ব্যুরোঃ কিংবদন্তি ক্রিকেটার স্যার ডন ব্রাডম্যানকে টপকে গেলেন স্টিভ স্মিথ। নির্বাসন কাটিয়ে উঠে আরোও ক্ষুরধার হয়ে উঠেছেন স্টিভ স্মিথ।চলতি অ্যাসেজ সিরিজের পঞ্চম টেস্ট ম্যাচে ৮০ রান করেন। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ২৫৯ রান তাড়া করতে নেমে ব্যাটিং ধসের মুখে পরে অজি শিবির।
ত্রাতার ভূমিকায় মাঠে নেমে ৮০ রানের দুরন্ত ইনিংস খেলেফেলেন স্টিভ স্মিথ। এরই সঙ্গে ইংল্যান্ডের বিরুদ্ধে টানা ১০ টি ম্যাচে অর্ধশতারন হাকিয়ে ফেলেন।শেষ ১০ টি অ্যাসেজ সিরিজে স্মিথের রান ১২৫১ রান। আর ব্র্যাডমানের ১২৩৬ রান, সেরা দশ ইনিংসে।
কোন মন্তব্য নেই