ভারতীয় সেনার হাতে মৃত দুই পাক সেনা।
নজরবন্দি ব্যুরোঃ সংঘর্ষ বিরতি লংঘন করে গুলি চালাচ্ছিল পাক সেনা। জবাব দেয় ভারতীয় সেনা। জম্মু কাশ্মীরের হাজিপুর সেক্টরে যুদ্ধ বিরতি লংঘন করে গুলি চালায় পাক সেনাবাহিনী। বুধবার সকাল থেকেই চলছিল টানা গুলির লড়াই।
নিয়ন্ত্রনরেখা বরাবর পাক গুলি চালানোর ঘটনায় চুপ করে বসে থাকেনি ভারতীয় সেনা। এই গুলি বিনিময়ের মাঝেই পাক সেনার এক সিপাই গুলাম রসুল ভারতীয় সেনার ছোঁড়া গুলিতে মারা যান। নিজেদের সেনা বাহিনীর সিপাই এর মৃতদেহ দখলে পাওয়ার চেষ্টায় বেশি করে গুলি বর্ষণ শুরু করে পাক সেনা। জবাব দেয় ভারতীয় সেনা। দুই পক্ষের মধ্যে তুমুল গুলির লড়াই শুরু হয়ে যায়।
কোন মন্তব্য নেই