রাজীবকে খুঁজতে অসহায় সিবিআই এবার শরণাপন্ন সিআরপিএফ এর।
নজরবন্দি ব্যুরোঃ সারদাকাণ্ডে সিবিআইয়ের জেরার মুখে বেপাত্তা কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। সিবিআই চিরুণি তল্লাশি চালিয়েও গোয়েন্দা প্রধান রাজীব কুমারের হদিশ পায়নি। কোথায় রাজীব কুমার? সে উত্তর সিবিআই অফিসারদের কাছে নেই! তাই অসহায় সিবিআই অবশেষে শরণাপন্ন হল সিআরপিএফ এর কাছে। সুত্রের খবর শনিবার সিবিআই আর সিআরপিএফ এর একটি বৈঠক হয়। সেখানে কীভাবে রাজীব কুমারের খোঁজ পাওয়া যায় তা নিয়ে উভয় সংস্থার মধ্যে দীর্ঘ আলোচনা হয়।
যদিও সব কিছু নির্ভর করছে রাজীব মামলার শুনানির উপরেই। কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ এই পুলিশ আধিকারিক। আগামী সপ্তাহের শুরুতেই এই সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। সেই মামলায় কি হয় সেদিকে দেখেই সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সিবিআইয়ের তরফে জানা গিয়েছে।গত ১০ দিন ধরে খোঁজ নেই রাজীব কুমারের। বাংলা ছাড়িয়ে দিল্লি-উত্তরপ্রদেশ চষেও তাঁর খোঁজ মেলেনি।
কোন মন্তব্য নেই