Header Ads

নারদ কান্ডে আড়াই ঘণ্টা জিঞ্জাসাবাদ মুকুল রায়কে।


নজরবন্দি ব্যুরোঃ নারদা স্ট্রিং অপারেশন কান্ডে টানা আরাই ঘন্টা জিঞ্জাসাবাদ করল সিবি আই বিজেপি নেতা মুকুল রায়কে। শনিবার দুপুরে কলকাতার নিজাম প্যালেসে হাজিরার জন্য আসেন মুকুল রায়।
আড়াই ঘন্টা জিঞ্জাসাবাদের শেষে বেরিয়ে এসে মুকুল রায় জানিয়েছেন, ' ঘটনার সঙ্গে আমি জড়িত নেই।' মুকুল রায় বলেন, 'বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তদন্তকারি সংস্থার সঙ্গে সহযোগিতা করা যাবে না। আর আমি বলছি তদন্তকারি সংস্থার সঙ্গে সহযোগিতা করা নাগরিকের কাজ।' নারদা তদন্তে সিবিআই ফের তাঁকে ডাকলে তিনি আসবেন এমনটাই জানিয়েছেন মুকুল রায়। ষড়যন্ত্রের অভিযোগ তুলে মুকুল রায় জানিয়েছেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছেন।'
সূত্র মারফৎ জানা গিয়েছে, নারদা তদন্তে সিবিআই এদিন ধৃত পুলিশ কর্তা এস এম এইচ মির্জার মুখোমুখি বসিয়ে মুকুল রায়কে জিঞ্জাসাবাদ করেছে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.