রজারের ঘাড়ে রাফা।
নজরবন্দি ব্যুরোঃ ইউ এস ওপেনে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলেন রাফায়েল নাদাল রাশিয়ার ড্যানিল মেডভেডেভকে হারিয়ে। চার ঘন্টা পঞ্চাশ মিনিটের লড়াই-এ পাঁচ সেটের টানটান উত্তেজনার ম্যাচে শেষ হাঁসি হেসে উঠলেন রাফা। সঙ্গে চলতি মরশুমে দ্বিতীয় গ্র্যান্ডস্ল্যামের মালিক হয়ে উঠলেন স্পেনীয় টেনিস তারকা।
১৯ টি গ্র্যান্ডস্ল্যামের মালিক হওয়ার পথের রাস্তাটা মোটেও সহজ ছিল না। দুই সেট ৭-৫, ৬-৩ সেটে্র ব্যবধানে রাফায়েল নাদাল জিতে যান। কিন্তু ম্যাচে দারুণভাবে ফিরে আসেন ড্যানিল। পরের দুই সেটে ৭-৫,৬-৪ সেটে জিতে ম্যাচ টাই হয়ে পড়ে। অঘটনের আশঙ্কায় যখন সবাই প্রহর গুনছে, ঠিক সেই সময়েই পঞ্চম সেটে রাফা নিজের জাত চিনিয়ে দিয়ে ৬-৪ ব্যবধানে ম্যাচ পকেটে পুরে ফেলেন।
Loading...
কোন মন্তব্য নেই