Header Ads

গন্তব্য কাশ্মীর,টিকিট জাল করে বেআইনি অনুপ্রবেশের চেষ্টা! ধৃত যুবক

নজরবন্দি ব্যুরোঃ দিল্লী বিমানবন্দরে ধরা পড়ে গেলেন উবেইদ লাল নামে এক যুবক। ধৃত যুবকের মা বিমানে করে কাশ্মীর যাচ্ছিলেন। সেই কারণে নিজের মাকে ছাড়তে বিমানের টিকিট এডিট করে বসেন। 
এরপর বিমানবন্দরে প্রবেশ করেন ওই যুবক। কিন্তু শেষ রক্ষা হয়নি। টি ৩ টার্মিনালের সামনে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখে সিআইএসএফ জওয়ানেরা ওই যুবককে জেরা করে। সন্দেহজনক কথাবার্তা এবং এডিট করা টিকিট রাখার দায়ে আটক্করা হয়। পরে ওই যুবককে দিল্লীপুলিশের হাতে তুলে দেওয়া হয়। ইতিমধ্যেই দিল্লী পুলিস ধৃত যুবকের বিরুদ্ধে জালিয়াতি ও বেআইনি অনুপ্রবেশের অভিযোগ দায়ের করা হয়েছে।          
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.