Header Ads

মদের গ্লাস হাতে পার্টি মুডে রবি শাস্ত্রী, ভাইরাল হতেই ছড়িয়ে পড়লো মিম।

নজরবন্দি ব্যুরোঃ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিন ফরম্যাটেই বিরাট এন্ড কোম্পানী জয় ছিনিয়ে নিয়েছে। টিম ইন্ডিয়ার অশ্বমেধের ঘোড়া টগবগিয়ে ছুটে চলেছে। আর এই সাফল্যের মাঝেই বিরাটদের হেডস্যার রবি শাস্ত্রীর জামাইকার সমুদ্রতটে বা-হাতে মদের গ্লাসের ছবি ভাইরাল হয়ে পড়েছে। ছবি ভাইরাল হতেই সমালোচনার তীর ছুটে আসছে  টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রীর দিকে।
সোশ্যাল মিডিয়া ট্যুইটারে মদের গ্লাস হাতে নিজের ছবি পোস্ট করে কোচ রবি শাস্ত্রী লিখেছে, 'রৌদ্রজ্জ্বল জামাইকা। আমার বাহাতে যে পাঞ্চ রয়েছে সেটার স্বাদ ঐশবরিক'।পার্টি মুডে বাহাতে মদের গ্লাস নিয়ে জামাইকার বিচে চোখে রোদ চশমা, মাথায় টুপি পড়ে নিজেই ছবি পোস্ট করে তুমুল সমালোচনা ধেয়ে আসছে রবি শাস্ত্রীর দিকে। কিন্তু তাতে টিম ইন্ডিয়ার হেডকোচ রবি শাস্ত্রীর জীবনে কোন প্রভাব পড়েছে কিনা তা জানা যায় নি।   
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.