ব্রাজিলের হার বাঁচিয়ে দুরন্ত নেইমার।
নজরবন্দি ব্যুরো: ফিফা ফ্রেন্ডলি ম্যাচে শুক্রবার কলম্বিয়ার বিরুদ্ধে ২-২ গোলে ড্র করে বসলো ৫ বারে বিশ্বকাপ জয়ীরা। ২০১৮ বিশ্বকাপে তিতের ব্রাজিল হেরেছিল বেলজিয়ামের কাছে। কিন্তু ওই পর্যন্তই। ফের ব্রাজিল ছন্দে ফিরে এসেছে। টানা ১৭ ম্যাচে অপরাজেয়ের তকমা সেটে। কলম্বিয়া বরাবরই ব্রাজিলকে ভুগিয়েছে। এবারও তাই হল। ড্র করার ফলে ব্রাজিল অপরাজেয় থেকে গেল। কোপা আমেরিকায় গোড়ালির চোটের জন্য ছিটকে গিয়েছিলেন নেইমার জুনিয়র। দেশের জার্সি গায়ে চাপিয়েই নিজের পুরনো ঝলক দেখিয়ে দিলেন। গোল করালেন এবং নিজেও গোল করলেন।
কলম্বিয়ার বিরুদ্ধে ম্য্যাচের ১৯ মিনিটে নেইমারের কর্ণার থেকে কাসেমিরো হেড করে বল কলম্বিয়ার জালে জড়িয়ে ফেলেন। ব্রাজিল ১-০ গোলে এগিয়ে যায়। এরপর কলম্বিয়া ম্য্যাচে দুরন্তভাবে ফিরে আসে। ম্য্যাচে লুইস মুরিয়েল জোড়া গোল করে।২৫ মিনিটে পেনাল্টি থেকে কলম্বিয়ার হয়ে সমতা ফেরায় আর ৩৪ মিনিটে ফের ব্রাজিলের জালে বল জড়াতেই কলম্বিয়া ২-১ গোলের লিড নিয়ে ফেলে। ম্য্যাচের ৫৮ মিনিটে ব্রাজিলকে সমতায় ফেরায় নেইমার দানি আলবেসের পাস থেকে। কলম্বিয়ার বিরুদ্ধে গোল করে নেইমার নিজের দেশের রোনাল্ডোর ঘাড়ে নিশ্বাস ফেলে চলেছে। দেশের জার্সি গায়ে রোনাল্ডোর গোল ৬২ আর নেইমারের ৬১। ব্রাজিলের হয়ে টপ স্কোরার পেলে, ৭৭ গোল। ব্রাজিলের পরের খেলা পেরুর বিরুদ্ধে।
Loading...
কোন মন্তব্য নেই