Header Ads

অয়্যাসিসটেন্ট প্রফেসর পদের জন্য বিঞ্জপ্তি জারি করলো কলেজ সার্ভিস কমিশন।

নজরবন্দি ব্যুরো: রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং জেনারেল ডিগ্রি কলেজগুলোতে অয়্যাসিসটেন্ট প্রফেসর পদে নিয়োগের বিঞ্জপ্তি জারি করেছে কলেজ সার্ভিস কমিশন। অনলাইনে করা যাবে আবেদন। ৩০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে।
এক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীদের জন্য ৫০ শতাংশ বাধ্যতামূলক। যারা মাস্টার ড্রিগ্রির চূড়ান্ত বর্ষের পরীক্ষা দিয়েছেন তারাও আবেদন করতে পারবেন। তবে আগের বর্ষের পরীক্ষায় ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। বয়সের কোন কড়াকড়ি করা হয়নি। আগেই পিএইচডি ডিগ্রিধারীদের মাস্টার ডিগ্রিতে ৫০ শতাংশ নম্বর থাকলে আবেদনের যোগ্য।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.