নজরবন্দি ব্যুরোঃ পাক জাতীয় দলের নির্বাচক এবংকোচ হিসেবে দায়িত্ব পাওয়ার পর পুরোদস্তুর আসরে নেমে পড়লেন মিসবা উল হক। রীতিমতো ফতোয়া জারি করা হয়েছে পাক ক্রিকেটারদের ওপরে। ক্রিকেটারদের ফুড হ্যাবিটে বদল আনা হয়েছে। বিরিয়ানি, তেলজাতীয় খাওয়ার, মিষ্টি এক্কেবার বাদ দেওয়া হয়েছে। জোর দেওয়া হচ্ছে পাক ক্রিকেটারদের ফিটনেসের ওপরে।
বিশ্বকাপে ভারতের কাছে লজ্জার হার দেখতে হয়েছিল পাকিস্তান ক্রিকেট দলকে। সমালোচিত হতে হয়েছিল। এবার দায়িত্ব পেয়েই কড়া হাতে টিমে অনুশাসন, শৃঙ্খলা ফিরিয়ে আনতে মরিয়া হয়ে উঠেছেন পাক ক্রিকেট দলের কোচ মিসবা উল হক। মিসবার কোচিং এ পাকিস্তান ঘরের মাটিতে খেলতে নামবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। তিনটে টি ২০ এবং তিনটে একদিনের ম্যাচ রয়েছে। সিরিজ শুরু হতে চলেছে ২৭ সেপটেম্বর থেকে। দলে সুযোগ পেয়েছেন বিশ্বকাপে সুযোগ না পাওয়া উমর আকমল। পাক বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন ওয়াকার ইউনিস।
No comments