নজরবন্দি ব্যুরোঃ নিজের স্বামী নরেন্দ্র মোদির জন্মদিনে কুলটির কল্যানেশ্বরী মন্দিরে পুজো দিয়ে গেলে যশোদাবেন। ১৭ সেপটেম্বর আজ নরেন্দ্র মোদির জন্মদিন। আর সোমবার মন্দিরে মিনিট ২০ থেকে পুজো দিলেন যশোদাবেন। ১০১ টাকা পুরোহিতকে দিলেন।
প্রধানমন্ত্রীর স্ত্রীর কল্যানেশ্বরী মন্দিরে পুজো দেওয়ার বিষয়টি নিরাপত্তার কারণেই গোপন রাখা হয়েছিল। মন্দিরে পৌছতেই খবর ছড়িয়ে পড়ে। সকলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্ত্রীকে একবার দেখার জন্য ভিড় করতে শুরু করে মন্দির চত্বরে। দুপুর ১ টার আশেপাশে গড়িতে করে মন্দিরে আসেন প্রধানমন্ত্রীর স্ত্রী। পুজো দিয়ে ১ বেজে ২০ মিনিটে মন্দির ছেড়ে বেরিয়ে যান। সোমবারই বিকেল ৫বেজে ৪ মিনিটে কলকাতা বিমানবন্দর থেকে বিমান ধরে আহমেদাবাদের জন্য উড়ে যান।
No comments