Header Ads

পুলওয়ামা হামলার মাস্টার মাইন্ড প্রকাশ্যে।

নজরবন্দি ব্যুরোঃ চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সি আর পি এফের কনভয়ের উপড়ে জঙ্গি নাশকতা ঘটেছিল। এই ঘটনার কয়েক বছর আগে ভারতের বানিজ্য নগরী মুম্বইতে মধ্যরাতে জঙ্গি হামলা হয়েছিল। ২৬/১১ এই জঙ্গি হামলার পিছনে এবং পুলওয়ামায় সেনা কনভয়ের উপরে জঙ্গি নাশকতার মাস্টার মাইন্ড হিসেবে নাম উঠে এসেছিল জৈশ-ই-মহম্মদের ফাউন্ডিং মেম্বার মাসুদ আজহারের। ভারত ও আন্তজার্তিক দুনিয়ার চাপে পাকিস্তান প্রশাসন মাসুদ আজহারকে গ্রেফতার করতে বাধ্য হয়েছিল।
সূত্র মারফৎ শোনা যাচ্ছে, মাসুদ আজহার এখন জেলে নেই। জৈশ-ই-মহম্মদের সদর দফতর বাহওয়ালপুর। ওই সদর দফতরেই বহাল তবিয়তে আছেন আন্তজার্তিক এই সন্ত্রাসবাদী। জানা যাচ্ছে, জৈশ এর সদর দফতর 'মার্কাজ সুভানাল্লাহ' তে থেকেই ভারত বিরধী জঙ্গি কাজকর্মকে মদত এবং উস্কানি দিয়ে চলেছে।
যদিও পাক প্রশাসন দাবি করেছিল, মাসুদ আজহারকে গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে অভিযোগ, পাকিস্তান ভারত বিরোধী জঙ্গিদের মদত দিয়ে চলেছে। জঙ্গিদের প্রশিক্ষণের জন্য পাক মাটি ব্যবহার করতে দিচ্ছে।এবং ওই জঙ্গিদের ভারতে অনুপ্রবেশের জন্য পাকিস্তান গ্রাউন্ড সাপোর্ট এবং লজিস্টিক সাপোর্ট দিয়ে চলেছে। যদিও পাকপ্রধানমন্ত্রী ইমরান খান এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন।
এদিকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল জানিয়েছেন, 'প্রায় ২৩০ জঙ্গি অনুপ্রবেশের চেষ্টায় আছে'।       
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.