Header Ads

আশ্বস্ত অগণিত ভক্ত, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন বুদ্ধদেব ভট্টাচার্য।

নজরবন্দি ব্যুরোঃ বাড়ি ফেরার জন্যে ব্যাকুল ছিলেন তিনি, তাই হয়তো প্রবল মনের জোরেই আজ অর্থাৎ মাত্র তিন দিনের মাথায় হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে ফিরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আজ বিকেল তিনটে নাগাদ তাঁকে দক্ষিণ কলকাতার উডল্যান্ড নামক বেসরকারি হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন এখন বেশ ভাল আছেন বুদ্ধবাবু। নিউমোনিয়ার সংক্রমন প্রায় কমে গেছে। রক্তচাপ এবং পালস রেট একদম স্বাভাবিক, শরীরে বেড়েছে হিমোগ্লোবিন এবং অক্সিজেনের মাত্রা। তবে আগামী কয়েক দিন  আইভি ইঞ্জেকশনের মাধ্যমে তাঁকে অ্যান্টিবায়োটিক দিতে হবে পাশাপাশি চলবে অক্সিজেন, নেবুলাইজার এবং ফিজিও চেষ্ট থেরাপি।
এদিন হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়ার পরে বিশেষ অ্যাম্বুলেন্স মাত্র ১৫ মিনিটেই তাঁকে পৌঁছে দেয় পাম এভিনিউ-এর ফ্ল্যাটে।
উল্লেখ্য, তিনদিন আগে বুকে ব্যাথা এবং প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে বুদ্ধবাবু কে ভর্তি করা হয় হাসপাতালে। যদিও বেশ কিছুদিন ধরেই অসুস্থ রয়েছেন তিনি। আপাতত বাড়িতেই চলবে তাঁর চিকিৎসা। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.