বাজারে আসার আগেই লিক জিও ফাইবারের সেট-টপ বক্সের লুক। দিচ্ছে দারুন অফার।
নজরবন্দি ব্যুরোঃ আগামী ৫ সেপ্টেম্বরই ভারতের বাজারে আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ ঘটবে জিও ফাইবারের। কিছুদিন আগে ‘রিলায়েন্স জিও ফাইবার’ পরিষেবা চালুর কথা ঘোষণা করেছিলেন সংস্থার কর্ণধার মুকেশ আম্বানি৷ এই জিও ফাইবার হল অত্যাধুনিক ইনটারনেট পরিষেবা যার মাধ্যমে মাত্র ৭০০ টাকার বিনিময়েই ঘরে ঘরে পৌঁছে যাবে কেবল, ফোন এবং ইন্টারনেট পরিষেবা। এমনকী সংস্থা দাবি করে আগামী ১২ মাসের মধ্যেই দেশের প্রত্যেক বাড়িতে পৌঁছে যাবে জিও ফাইবার ব্রডব্র্যান্ড কানেকশন।
সোনা যাচ্ছে এক ট্রাইয়ের নিয়ম মেনে টাটা স্কাইয়ের মতোই অফার দেবে জিও ফাইবার৷ তবে বার্ষিক সাবস্ক্রিপশন প্ল্যানের ‘ওয়েলকাম অফার’টি নিলে গ্রাহক বিনামূল্যে 4K সেট-টপ বক্স এবং এইচডির সুবিধা পাবেন। এছাড়াও বাছাই করা পুরনো জিও গ্রাহকদের প্রথম দু’মাস বিনামূল্যে জিও ফাইবার পরিষেবা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থা।আর লঞ্চের আগেই লিক হয়ে গেল জিও ফাইবারের সেট-টপ বক্সের লুক।দেখুন।
সোনা যাচ্ছে এক ট্রাইয়ের নিয়ম মেনে টাটা স্কাইয়ের মতোই অফার দেবে জিও ফাইবার৷ তবে বার্ষিক সাবস্ক্রিপশন প্ল্যানের ‘ওয়েলকাম অফার’টি নিলে গ্রাহক বিনামূল্যে 4K সেট-টপ বক্স এবং এইচডির সুবিধা পাবেন। এছাড়াও বাছাই করা পুরনো জিও গ্রাহকদের প্রথম দু’মাস বিনামূল্যে জিও ফাইবার পরিষেবা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থা।আর লঞ্চের আগেই লিক হয়ে গেল জিও ফাইবারের সেট-টপ বক্সের লুক।দেখুন।
Loading...
কোন মন্তব্য নেই