Header Ads

চরিত্র বদলাচ্ছে ডেঙ্গুর। জেনে নিন কি করবেন।

নজরবন্দি ব্যুরোঃ ভাদ্রমাস মানেই কখনও কড়া রোদ্দুরের মাঝে ঝমঝমিয়ে বৃষ্টি, কখনও বা ভারী বৃষ্টির দরুন রাস্তায় জমা জল আবার কখনও বা গরমে দমবন্ধ হয়ে আসা আর্দ্র প্রকৃতি। এরফলে দেখা দিতে পারে বিভিন্ন ধরনের অসুখ যার মধ্যে ডেঙ্গু অন্যতম। গত ২ বছরে কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় ডেঙ্গুতে বেশ কিছু মানুষ আক্রান্ত হয়েছেন।তবে অযথা আতঙ্কিত না হয়ে জেনে নিন ডেঙ্গু সম্পর্কে কিছু তথ্য। ডেঙ্গু কি? ডেঙ্গুজ্বরের উৎপত্তি ডেঙ্গু ভাইরাস বাহিত মশা এডিস ইজিপ্টাই থেকে।
এই জীবাণুবাহী মশা কোন ব্যক্তিকে কামড়ালে সেই ব্যক্তি ৪-৬ দিনের মধ্যে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়। এখন এই আক্রান্ত ব্যক্তিকে কোনো এডিস মশা কামড়ালে সেই মশাটি ডেঙ্গুজ্বরের জীবাণুবাহী মশায় পরিণত হয়। এভাবে একজন থেকে অন্যজনে মশার মাধ্যমে অসুখটি ছড়িয়ে পড়ে। লক্ষণ:- বর্তমানে ডেঙ্গুজ্বরের লক্ষণের বেশ বদল ঘটেছে।
যেমন- ১) শরীরের বিভিন্ন স্থান থেকে রক্তপাত( রক্তবমি,কালো পায়খানা,মাড়ি ও দাঁত,চামড়ার নিচে)।
 ২) মেয়েদের ক্ষেত্রে অসময়ে অথবা অনেকদিন পর্যন্ত ঋতুস্রাব।
৩) জন্ডিস,রেনাল ফেইলিউরের মতো জটিলতা।

করণীয় কর্তব্য:- ১) আপনার বাড়ির ভিতর ও আশেপাশে কোথাও জল জমতে দেবেন না।
 ২) জ্বর কমাতে প্যারাসিটামল খান।
৩) প্রচুর পরিমানে জল খান।
৪) প্লেটলেট কাউন্ট কমে গেছে কিনা লক্ষ্য রাখুন।
 তাই জ্বর হলে অযথা আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিন। গুজব ছড়াবেন না। এলাকা পরিস্কার এবং ডেঙ্গুর মশা মারতে পুরসভার সাহায্য নিন। সুস্থ থাকুন।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.