Header Ads

খেলার ময়দান থেকে রাজনীতির ময়দানে দেশের এই ক্রীড়া নক্ষত্ররা, জানতে হলে ক্লিক করুন।


নজরবন্দি ব্যুরোঃ হরিয়ানা রাজ্যে বিধানসভা ভোট। আর সেই ভোটে বিজেপি প্রার্থী হিসেবে দেখা যাবে বিশিষ্ট ক্রীড়াবিদ ববিতা ফোগত এবং যোগেশ্বর দত্তকে। দাদরি কেন্দ্র থেকে পদ্ম ফুল চিহ্নে ববিতা ফোগত এবং বরোদা কেন্দ্রে গেরুয়া শিবিরের হয়ে লড়তে দেখা যাবে যোগেশ্বর দত্তকে।
হরিয়ানার ৯০ টি বিধানসভার মধ্যে  প্রথম দফায় ৭৮ জন প্রার্থীর নাম ঘোষনা করা হয়েছে। রাজনীতির ময়দানে পদ্ম শিবিরে নাম লিখিয়ে মন্ত্রী হয়েছেন রাজ্যবর্ধন সিংহ রাঠোর।
অন্যদিকে পশ্চিমবাংলায় সিপিএমের সাংসদ হয়েছিলেন জ্যোর্তিময়ী সিকদার, বুলা চৌধুরী বিধায়ক হয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের লোকসভা ভোটের প্রার্থী হয়েছিলেন বাইচুং ভুটিয়া, রহিম নবি।
রাজনীতির আঙিনায় ক্রীড়াবিদদের অংশগ্রহণ নতুন কিছু নয়। ভোট ব্যাঙ্ক, সস্তার জনপ্রিয়তা এবং সর্বপরি দলীয় অন্তকলহকে চাপা দিতে ওনেক সময়েই রাজনৈতিক দলগুলো এই ধরনের কৌশল বেছে থাকে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.