Header Ads

ঈশান আর অভিমন্যু ঈশ্বরনের দাপটে বাংলার জয়।


নজরবন্দি ব্যুরোঃ বিজয় হাজারে ট্রফিতে জম্মু কাশ্মীরের বিরুদ্ধে দাপুটে জয় বাংলার। আট উইকেটে জয় এসেছে বাংলার। ২২ গজে বাংলার দাপটের নেপথ্যে রয়েছে ঈশান পোড়েলের ৬ উইকেট, শ্রীবৎস্য গোস্বামীর অপরাজিত ৮৬ রান। ম্যাচের নায়ক ঈশান পোড়েল।
টসে জিতে জম্মু কাশ্মীর প্রথমে ব্যাট করতে নামে। কিন্তু ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। ৪৮ রানে ৬ উইকেট পড়ে যায়। ৪৮.২ ওভারে জম্মু কাশ্মীর তোলে ১৬৯ রান। জবাবে ব্যাট করতে নেমে বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন ৫১ রান করে প্যাভিলিয়নে ফিরে আসেন। মনোজ তিওয়ারি ২৭ রান করেন। বা হাতি ওপেনার শ্রীবৎস্য ৮০ বল খেলে ১০ টি চার এবং একটি ছয় হাঁকিয়ে অপরাজিত ৮৬ রান করে ফেলেন। ২৮ ওভারে জয়ের লক্ষ্যে পৌছে যায় বাংলার কোচ অরুণলালের ছেলেরা।
ম্যাচে ঈশান পোড়েল ১০ ওভার হাত ঘুড়িয়ে ৩৪ রান দিয়ে ৬ উইকেট নিয়েছে। ২ উইকেট অশোক দিন্দার। মনোজ তিওয়ারি এবং অর্ণব নন্দী ২ করে উইকেট নিয়েছে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.