Header Ads

বর্ধিত বেতনের অর্ডার স্বত্বেও মিলল না বেতন! আন্দোলনেই আস্থা কম্পিউটার শিক্ষকদের।

নজরবন্দি ব্যুরোঃ পেন ডাউন কর্মসূচি গ্রহন করার আগেই সুখবর এসেছিল কম্পিউটার শিক্ষকদের জন্যে। বহু প্রত্যাশিত বেতন বাড়ার খবর। কম্পিউটার শিক্ষকরা অধীর আগ্রহে যে খবরের জন্যে অপেক্ষা করছেন বহুদিন। আগষ্ট মাস থেকে ICT Computer Teacher -দের বেতন বেড়ে ১০,০০০ (দশ হাজার টাকা) হওয়ার ( as per GO No 316-SE (P&B) dated 14th August 2019) কথা ছিল যা সেপ্টেম্বর মাস থেকে শিক্ষকরা হাতে পেতেন।
সংগঠনের রাজ্য সম্পাদক স্বরূপ পান একথা জানিয়েছেন। কিন্তু অভিযোগ, কমপিউটার শিক্ষকদের জন্য সরকারি G.O. থাকা সত্ত্বেও সেপ্টেম্বর মাসে পাননি বর্ধিত বেতন। কিন্তু সরকারি GO থাকা স্বত্বেও কার্যকর হল না কেন বর্ধিত বেতন? সূত্রের খবর, বেতন বৃদ্ধি মানতে চাইছে না নিয়োগকারী সংস্থা ILFS, Extramarks, Aces. যার ফলে কয়েক হাজার কম্পিউটার শিক্ষক ও তাদের পরিবার চরম বিপত্তির মুখে পড়েছেন বলাই বাহুল্য।
আর আজ এই ঘটনার প্রতিবাদে পশ্চিম বর্ধমান জেলার ডিআই অফিসে ডেপুটেশন দিলেন কম্পিউটার শিক্ষকদের একটা বড় অংশ। তাঁদের বক্তব্য সরকারি আদেশনামা হাতে পেয়েও তাঁরা হাতে পাননি বর্ধিত বেতন।
দেখুন তাঁদের প্রতিবাদ, কি বলছেন কম্পিউটার শিক্ষকরা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.