Header Ads

ধর্ষিতার বিরুদ্ধেই ব্ল্যাকমেলিং এর অভিযোগ।


নজরবন্দি ব্যুরোঃ ধর্ষণের অভিযোগে উত্তরপ্রদেশের বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী চিন্ময়ানন্দের ১৪ দিনের জেল হেফাজত হয়েছে। এবার ব্ল্যাকমেলিং এর অভিযোগে গ্রেফতার হয়ে গেলেন চিন্ময়ানন্দের বিরুদ্ধে ধর্ষণ মামলার অভিযোগকারি আইন কলেজের ছাত্রী। 
ধর্ষণ মামলায় অভিযোগকারি আইনের ছাত্রী ব্ল্যাকমেলিং মামলায় এলাহাবাদ হাইকোর্টে জামিনের আবেদন জানালেও তা খারিজ হয়ে যায়। এরপরেই উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স গ্রেফতার করে ওই ছাত্রীকে। এই মামলায় পুলিশ ইতিমধ্যেই দুজনকে নিজেদের হেফাজতে নিয়েছে। উল্লেখ্য, বিজেপি নেতা চিন্ময়ানন্দ অভিযোগকারি আইনের ছাত্রীর বিরুদ্ধে প্রথম থেকেই ব্ল্যাকমেলিং এর অভিযোগ করে আসছিলেন। সূত্র মারফৎ জানা গিয়েছে, আইনের ছাত্রী পুলিসের কাছে ব্ল্যাকমেলিং এর অভিযোগ অস্বীকার করেছে। উল্টে ছাত্রীটি চিন্ময়ানন্দের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে বলেছে ধর্ষণের মামলাটিকে লঘু করার জন্য তার বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে। ব্ল্যাকমেলিং এর মামলায় অন্য দুজন দোষ স্বীকার করে নিয়েছে।
এদিকে চিন্ময়ানন্দের বিরুদ্ধে ধর্ষণের মামলার শুনানি ২৬ সেপটেম্বর। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.